মটন দম বিরিয়ানি (mutton dom biryani recipe in bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#পূজা2020
#ebook2
দূর্গা পূজা
দূর্গা পূজোর নবমীর দিন আমার বাপের বাড়িতে আমিষ রান্না হয় ঐ দিন আমি এই রেসিপিটি বানিয়েছিলাম সবার জন্য দারুণ হয়েছিল খেতে নবমীর দুপুরে খাওয়াটা পুরো জমে গেইছিল।

মটন দম বিরিয়ানি (mutton dom biryani recipe in bengali)

#পূজা2020
#ebook2
দূর্গা পূজা
দূর্গা পূজোর নবমীর দিন আমার বাপের বাড়িতে আমিষ রান্না হয় ঐ দিন আমি এই রেসিপিটি বানিয়েছিলাম সবার জন্য দারুণ হয়েছিল খেতে নবমীর দুপুরে খাওয়াটা পুরো জমে গেইছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 ঘন্টা
8 জন
  1. 1 কিলোমটন
  2. 6 টাডিম সিদ্ধ
  3. 5 টাআলু সিদ্ধ
  4. মাংস ম্যারিনেট করতে লাগবে
  5. 1/2 কাপদই
  6. নুন হলুদ পরিমান মতো
  7. মাংস বানাতে লাগবে
  8. স্বাদ অনুযায়ীনুন হলুদ পরিমান মতো
  9. 1/2 চা চামচ
  10. 2টেবিল চামচ বিরিয়ানি মশলা
  11. 2টেবিল চামচ ধনে গুঁড়ো
  12. 3টেবিল চামচ জিরে গুঁড়ো
  13. 2টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  14. 20 টাকাজু
  15. 5 টামিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি
  16. 5 টাগোটা কাঁচা লঙ্কা
  17. 3টেবিল চামচ আদা রসুন বাটা আর
  18. স্বাদ অনুযায়ীচিনি
  19. প্রয়োজন মতোতেল
  20. প্রয়োজন মতোজল
  21. ফোড়ন এর জন্য লাগবে
  22. 4 টাতেজপাতা
  23. 4 টালং
  24. 4 টাএলাচ
  25. 5 টাশুকনো লঙ্কা
  26. 5 টাগোল মরিচ
  27. ভাত বানাতে লাগবে
  28. স্বাদমতোনুন
  29. 2 কিলোবাসমতী চাল
  30. প্রয়োজন মতোতেল
  31. 1/2টেবিল চামচ গোটা গরম মশলা
  32. 2টেবিল চামচ লেবুর রস
  33. প্রয়োজন মতোজল
  34. বিরিয়ানি লেয়ার বানাতে লাগবে
  35. 3টেবিল চামচ শা জিরা গুঁড়ো
  36. 2টেবিল চামচ জায়ফল গুঁড়ো
  37. 2টেবিল চামচ জয়িত্রী গুঁড়ো
  38. পরিমান মতোবিরিয়ানি মশলা
  39. 1 কাপকেশর ভেজানো দুধ
  40. পরিমান মতোঘি
  41. স্বাদমতচিনি
  42. স্বাদমতনুন
  43. 2টেবিল চামচ কেওড়া জল
  44. 1/2 চা চামচমিঠা আতর
  45. ডিম আলু ভাজার জন্য লাগবে
  46. প্রয়োজন মতোতেল
  47. স্বাদমতনুন
  48. 2 চিমটি হলুদ ফুড
  49. 1 বাটি বেরেস্তা

রান্নার নির্দেশ সমূহ

2 ঘন্টা
  1. 1

    প্রথমে মাংস ধুয়ে নিতে হবে তারপর উপরে দেওয়া সব উপকরণ দিয়ে মাখিয়ে 1/2 ঘন্টা রাখতে হবে এবার কড়াইয়ে তেল গরম হলে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর নাড়তে হবে পেঁয়াজ ভাজা ভাজা হলে আদা রসুন বাটা আর বাকি সব মশলা কাজু দিয়ে ভালো করে কষতে হবে কষা হলে মাংস দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে ।

  2. 2

    কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে ।

  3. 3

    এবার চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 25 মিনিট এর মতো তারপর হাঁড়িতে জল গরম হলে উপরে দেওয়া সব উপকরণ আর চাল দিয়ে ভাত বানিয়ে ভাতের জল ঝরিয়ে নিতে হবে ।

  4. 4

    সিদ্ধ আলু আর ডিম নুন ফুড কালার মাখিয়ে ভেজে নিতে হবে ।

  5. 5

    এবার বিরিয়ানির লেয়ারিং করতে হবে প্রথমে একটি বড় সাইজের ডেকচি নিতে হবে তাতে ঘি লাগিয়ে আগে কিছুটা পরিমান ভাত দিতে হবে তারপর মাংস আলু ডিম দিয়ে উপরে দেওয়া সব মশলা চিনি নুন কেশর দুধ কেওড়া জল মিঠা আতর বেরেস্তা দিতে হবে এরপর আবার ভাত তারপর মাংস এইভাবে লেয়ার করতে হবে তারপর ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে আর ঢাকা দিয়ে কম আঁচে দম দিতে হবে 30 মিনিট ।

  6. 6

    এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মটন দম বিরিয়ানি রায়তার সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes