মটন কষা(Mutton kosha recipe in bengali)

sarmisthamisti
sarmisthamisti @cook_20625603

#ebook2
#বাংলা নববর্ষ রেসিপি

বাঙালির চিরন্তন ভালোবাসা |যে কোনো উৎসব অনুষ্ঠানে মটন ছাড়া চলেই না |

মটন কষা(Mutton kosha recipe in bengali)

#ebook2
#বাংলা নববর্ষ রেসিপি

বাঙালির চিরন্তন ভালোবাসা |যে কোনো উৎসব অনুষ্ঠানে মটন ছাড়া চলেই না |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4-5জন
  1. 1কেজি মটন
  2. 5টি গোটা আলু হাফ করে কাটা(অপশনাল)
  3. 1টি গোটা পেঁপের টুকরো (অপশনাল)
  4. 2টি পেয়াঁজ কুচি
  5. 1টি পেয়াঁজ বাটা
  6. 2টেবিল চামচ আদা বাটা
  7. 2টেবিল চামচ রসুন বাটা
  8. 1টি টমেটো কুচি
  9. স্বাদমতো কাঁচালঙ্কা
  10. 1 কাপটক দই
  11. 2 চা চামচহলুদ গুঁড়ো
  12. 3 চা চামচলঙ্কা গুঁড়ো
  13. 3 চা চামচজিরা গুঁড়ো
  14. 1 চা চামচধনে গুঁড়ো
  15. 1 চা চামচগরম মশলার গুঁড়ো
  16. প্রয়োজন মতো গোটা গরম মশলা
  17. 2টেবিল চামচ ঘি
  18. 1টি তেজপাতা
  19. 2টি শুকনো লঙ্কা
  20. স্বাদমতোনুন ও চিনি
  21. প্রয়োজনমতো সর্ষের তেল
  22. প্রয়োজন মতো জল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে মটন ভালো করে ধুয়ে নিয়ে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরাগুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেড করে ঢেকে ফ্রিজে রেখে দিন কমপক্ষে আধ ঘন্টা |

  2. 2

    আধ ঘন্টা পর প্রেসার কুকারে মটন ঢেলে পরিমান মতো জল দিয়ে 7-8 টি বা প্রয়োজন মতো সিটি দিয়ে নিন |

  3. 3

    হলুদ,নুন দিয়ে মেখে রাখা আলু ও পেঁপে সর্ষের তেলে ভেজে নিন |

  4. 4

    কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনোলঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিন | পেয়াঁজ কুচি দিয়ে চিনি দিয়ে দিন |হালকা বাদামি রং এলে পেস্ট করে রাখা আদা, রসুন, পেয়াঁজ, কাঁচালঙ্কা, টমেটো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করুন |হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে কষতে থাকুন যতক্ষণ না তেল বেরিয়ে আসে |

  5. 5

    এরপর মটন ওর মধ্যে দিয়ে কষতে থাকুন |প্রেসার কুকার এর পড়ে থাকা জল দিয়ে দিন | মটন এর গ্রেভির ঘনত্ব এর জন্য প্রয়োজন মতো ঈষদুষ্ণ জল যোগ করুন | আলু ও পেঁপে ওর মধ্যে দিয়ে 10-15 মিনিট কম আঁচে ঢেকে দিন| ঢাকনা খুলে ঘি ও গরম মশলার গুঁড়ো যোগ করুন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sarmisthamisti
sarmisthamisti @cook_20625603

Similar Recipes