ধোঁকার ডালনা (Dhokar dalna recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

ধোঁকার ডালনা (Dhokar dalna recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ২ কাপভেজানো ছোলার ডাল
  2. ৩ টেবিল চামচজিরে বাটা
  3. ১ টেবিল চামচ আদা বাটা
  4. ১ চা চামচ পাঁচফোড়ন
  5. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১ চা চামচ গুঁড়ো গরম মশলা
  7. ১ চা চামচকালো জিরে
  8. ২ চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ গোটা গরম মশলা
  10. ২ টেবিল চামচ ঘি
  11. ১ /২ কাপ টক দই
  12. ২ টো তেজপাতা
  13. পরিমাণ মত হিং
  14. পরিমাণ মত সাদা তেল
  15. স্বাদ মত নুন ও চিনি
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে ভেজানো ডালে নুন, কাঁচা লঙ্কা, হলুদ, চিনি দিয়ে মিক্সিতে বেটে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে ঘি গরম করে তাতে হিং, কালোজিরে, ফোড়ন দিয়ে বাটা ডাল দিয়ে তাতে লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো মিশিয়ে ডালকে ভালো ভাবে শুকিয়ে নিতে হবে।

  3. 3

    একটা স্টীলের থালায় তেল মাখিয়ে তাতে ডালের বাটা নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে রবফির আকারে কেটে নিতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম করে তাতে ধোকাগুলোকে ভেজে তুলে নিতে হবে ।ঐ তেলেই গোট গরম মশলা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে তাতে আদা বাটা, জিরে বাটা, টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাকে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।

  5. 5

    তেল ছেড়ে গেলে তাতে গরম জল দিয়ে ফুটতে শুরু করলে তাতে ধোকাগুলোকে দিয়ে নামিয়ে নেব।

  6. 6

    এরপর উপর থেকে ঘি ছড়িয়ে গরম ভাতের সাথে আমি পরিবেশন করছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Sadhukhan

মন্তব্যগুলি (2)

Similar Recipes