ছোলার ডালের নিরামিষ ধোঁকার ডালনা(dhokar dalna recipe in Bengali)

Debasree Sarkar
Debasree Sarkar @sree_24
Kolkata,West Bengal

#KRC3
#week3
এটি একটি সাবেকী বাঙালি রান্না, পুজো পার্বণে বা নিরামিষ দিনের জন্য খুব সুস্বাদু খাবার।

ছোলার ডালের নিরামিষ ধোঁকার ডালনা(dhokar dalna recipe in Bengali)

#KRC3
#week3
এটি একটি সাবেকী বাঙালি রান্না, পুজো পার্বণে বা নিরামিষ দিনের জন্য খুব সুস্বাদু খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জনের জন্য
  1. ২৫০ এম এল গ্রাম ছোলার ডাল
  2. পরিমাণ মত+৪ টেবিল চামচ সর্ষের তেল ভাজার জন্য ও গ্রেভি করার জন্য
  3. ১ টি বড় আলু ডুমো করে কাটা
  4. ১ চিমটি হিং
  5. ১/২ চা চামচ কালো জিরে
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ +১/২ চা চামচলবণ, চিনি
  8. ২ +২ টি +১টুকরোছোটো এলাচ, লবঙ্গ, ছোট দারচিনি
  9. ১+১+১ /২চা চামচ তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে
  10. ১ টেবিল চামচ আদা বাটা
  11. ১ টা বড় টমেটো বাটা
  12. ১০০ গ্রাম ফেটানো টক দই
  13. স্বাদ অনুযায়ীলবণ, চিনি
  14. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  16. ১ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  17. ১ চা চামচ জিরে গুঁড়ো
  18. ১ চা চামচ শাহী গরম মশলা
  19. ১ টেবিল চামচ ঘি
  20. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    ছোলার ডাল ভালো করে ধুয়ে ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রেখে জল ছাড়া বেটে নিতে হবে।

  2. 2

    কড়াই তে ১ টেবিল চামচ সরষের তেল দিয়ে তার মধ্যে হিং, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি দিয়ে ৩০ সেকেন্ড নারাচারা করে ডাল বাটা দিয়ে ২ মিনিট ভালো করে নেরে নিয়ে আঁচ থেকে নামিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার একটা থালায় তেল মাখিয়ে ওই ডাল এর মিশ্রণ দিয়ে সুন্দর করে আকার দিতে হবে।

  4. 4

    এবার ওই ডালের মিশ্রণ ঠান্ডা করে বরফি আকারে কেটে সরষের তেলে ভেজে নিতে হবে।

  5. 5

    এবার গ্রেভি বানানো জন্যে কড়াই তে সরষের তেল দিয়ে তার মধ্যে একে একে তেজপাতা, শুঁকনো লঙ্কা, গোটা জিরে, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে ভাজতে হবে।

  6. 6

    আলু সোনালি করে ভাজা হলে তার মধ্যে একে একে আদা বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  7. 7

    মশলা কষা হলে তার মধ্যে একে একে লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে টকদই দিয়ে আবার কষাতে হবে।

  8. 8

    মশলা থেকে তেল ছেরে দিলে তার মধ্যে গরম জল দিতে হবে, ঝোল ফুটে উঠলে ভাজা ধোঁকার টুকরো গুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে শাহী গরম মশলা গুঁড়ো এবং ঘী দিয়ে নামিয়ে নিলেই রেডি "ছোলার ডালের ধোঁকার ডালনা"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debasree Sarkar
Kolkata,West Bengal
I love to cook, cooking is my passion.❤️
আরও পড়ুন

Similar Recipes