নারকেল বাটা দিয়ে ধোঁকার ডালনা (dhokar dalna recipe in Bengali)

Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee

#আমারপ্রিয়রেসিপি
#HETT
রান্নায় নারকেল এর স্বাদ আমার খুব ভালো লাগে, নারকেল দিয়ে ছোলার ডাল করতে গিয়ে মনে হলো নারকেল দিয়ে তো ধোঁকার ডালনা ও করা যেতে পারে, তাই বানিয়ে ফেললাম এই নতুন পদ টি।

নারকেল বাটা দিয়ে ধোঁকার ডালনা (dhokar dalna recipe in Bengali)

#আমারপ্রিয়রেসিপি
#HETT
রান্নায় নারকেল এর স্বাদ আমার খুব ভালো লাগে, নারকেল দিয়ে ছোলার ডাল করতে গিয়ে মনে হলো নারকেল দিয়ে তো ধোঁকার ডালনা ও করা যেতে পারে, তাই বানিয়ে ফেললাম এই নতুন পদ টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম ছোলার ডাল
  2. ৬-৮টা ছোট আলু
  3. ১০০গ্রাম নারকেল কুচি
  4. ১৫গ্রাম আদা
  5. ৮টাকাঁচা লঙ্কা
  6. ২ টো মাঝারি টমেটো
  7. ৮টাকাজু বাদাম
  8. ৬ টাচীনাবাদাম
  9. ২০ গ্রাম ধনে পাতা কুচি
  10. স্বাদ মতলবণ
  11. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  12. ২টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো
  13. ১ চা চামচভাজা মশলা
  14. ২টেবিল চামচ ঘি
  15. ৬টেবিল চামচ সাদা তেল
  16. ১চা চামচ কালো জিরে
  17. ২চা চামচ হিং গুঁড়ো
  18. প্রয়োজন মতগোটা গরম মশলা (এলাচ দারচিনি লবঙ্গ)
  19. ১-২ টিতেজপাতা
  20. ১চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  21. ২টেবিল চামচ টক দই
  22. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  23. ১ চা চামচ গোটা জিরে
  24. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ছোলার ডাল টাকে কমপক্ষে ৮ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    একটা মিক্সিং ব্লেন্ডার এ হাল্কা জল ঝরানো ছোলার ডাল আর কয়েক টুকরো নারকেল একটু হিং আর লবণ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবো

  3. 3

    ব্লেন্ডার এ অল্প আদা আর ৪-৫টা কাঁচা লঙ্কা বেটে নেবো

  4. 4

    একটা কড়াই তে ঘি গরম করে তাতে কালো জিরে আর হিং ফোড়ন দেবো... ভালো গন্ধ বেরোলে আদা কাঁচা লঙ্কা বাটা টা দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে কষিয়ে নেবো... এবার তার মধ্যে বেটে রাখা ডাল ভাজা মশলা ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো... গ্যাসের আঁচ লোয়ার মিডিয়াম এ রাখবো

  5. 5

    মিশ্রণ ta অল্প ঠান্ডা হলে একটা থালা তে অল্প তেল মাখিয়ে তার উপর ডাল বাটা টা ঢেলে চৌকো আকার দেবো

  6. 6

    একটা ছুরি দিয়ে পছন্দ মতো আকারের ধোঁকা গুলো কেটে নেবো

  7. 7

    কড়াই তে তেল গরম করে মিডিয়াম আঁচে ধোঁকা গুলো ভেজে নেবো

  8. 8

    আলু গুলো খোসা ছাড়িয়ে অল্প ভাপিয়ে নেবো যেন অল্প সেদ্ধ হয়ে যায় কিন্তু একেবারে গলে না যায়

  9. 9

    আলু গুলো তে নুন হলুদ মাখিয়ে সোনালী রং ধরা পর্যন্ত ভেজে নেবো

  10. 10

    ব্লেন্ডার এ বাকি আদা,কাঁচা লঙ্কা, টমেটো,কিছু টা ধনে পাতা বেটে নেবো

  11. 11

    কাজু বাদাম চীনা বাদাম বাকি নারকেল একসাথে বেটে নেবো

  12. 12

    কড়াই তে গোটা জিরে গরম মশলা তেজপাতা হিং ফোড়ন দেবো

  13. 13

    ভালো গন্ধ বেরোলে আদা টমেটোর পেস্ট টা যোগ করবো আর ভালো করে কষাবো... নুন হলুদ জিরে গুঁড়ো যোগ করবো

  14. 14

    তেল ছেড়ে এলে নারকেল বাদাম বাটা টা যোগ করবো... এবার ভালো করে কষাবো... দরকার মতো অল্প অল্প জল দেওয়া যাবে

  15. 15

    টক দই আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেবো তারপর কড়াই তে আঁচ কমিয়ে দিয়ে দেবো.... ভালো করে নাড়তে হবে...

  16. 16

    মশলা টা ভালো করে কষান হয়ে গেলে ভেজে রাখা আলু গুলো দিয়ে একটু কষিয়ে নেবো

  17. 17

    এবার কড়াই তে গরম জল দেবো... ফুটে এলে আঁচ কমিয়ে কড়াই টা ঢাকনা দিয়ে ঢেকে ৮মিনিট রাখবো

  18. 18

    ঝোল টা নামানোর আগে গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা,ঘি, কস্তুরী মেথি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেবো

  19. 19

    গরম গরম ঝোল টা ভেজে রাখা ধোঁকার উপর ঢেলে উপরে ধনে পাতা কুচানো ছড়িয়ে পরিবেশন করবো

  20. 20

    আমার ধোঁকার ডালনা তৈরী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee
আমার কাছে রান্না একটি শিল্প... নিজের মনের মতো রান্না করি... যে ডিশ ই বানাই খুব ভালোবেসে বানাই আর নতুনত্ব রাখার চেষ্টা করি...
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes