চিকেন স্যান্ডউইচ (Chicken Sandwich Recipe in Bengali)

Nabanita Samanta
Nabanita Samanta @cook_Naba

#KRC4

Week 4

চিকেন স্যান্ডউইচ (Chicken Sandwich Recipe in Bengali)

#KRC4

Week 4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. পরিমাণ মতোব্রেড (ধার গুলো কেটে নিতে হবে)
  2. ২০০ গ্রাম চিকেন কিমা
  3. ১\২ কাপ গ্রীন ক্যাপ্সিকাম কুচনো
  4. ১\২ কাপ ট্যমেটো কুচনো
  5. ১\২ কাপ পেঁয়াজ কুচনো
  6. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ১\২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  8. ১ টেবিল চামচ ভিনিগার
  9. ৩ টেবিল চামচ মেয়োনিজ
  10. পরিমাণ মতোবাটার, সাদা তেল
  11. প্রয়োজন মতধনেপাতা কুচনো
  12. পরিমাণ মতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ভিনিগার, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে চিকেন কিমা কে ম্যারিনেট করে রাখতে হবে ২০ মিনিট ।

  2. 2

    এবার কড়াতে ৩ টেবিল চামচ সাদাতেল দিয়ে গরম করতে হবে । গরম হয়ে এলে, ওর মধ্যে ১ টেবিল চামচ রসুন কুচনো দিতে হবে । তারপর ম্যারিনেট করে রাখা চিকেন কিমা টা দিতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে একে একে পেঁয়াজ, ক্যাপ্সিকাম, ট্যমেটো কুচনো দিয়ে নেড়ে নিতে হবে । তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে ৫ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে ।

  4. 4

    এরপর ঢাকা খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে । তারপর মেয়োনিজ দিয়ে নেড়ে ধনেপাতা কুচনো দিতে হবে । তাহলেই তৈরি চিকেন ফিলিং।

  5. 5

    এবার একটা স্লাইস ব্রেডের উপর চিকেন ফিলিং দিয়ে আরেকটা ব্রেডের স্লাইস চাপা দিয়ে সস্ প্যানে বাটার গরম করে ওর মধ্যে দুই পিট ব্রাউন করে ভেজে নিতে হবে । তাহলেই তৈরি চিকেন স্যান্ডউইচ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Samanta
Nabanita Samanta @cook_Naba

Similar Recipes