নলেন গুড়ের কালাকান্দ (Nolen gurer kalakand recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

#GB2
#week2
Best of 2021

নলেন গুড়ের কালাকান্দ (Nolen gurer kalakand recipe in Bengali)

#GB2
#week2
Best of 2021

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ৫০০ মিলি লিটার গরুর দুধ
  2. ১ কাপছানার জল
  3. ১০০ গ্রাম খেজুরি গুড়
  4. ১/৪ কাপ পাউডার মিল্ক

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    দুধ জ্বাল দিয়ে ছানা কাটানোর জল মিশিয়ে ছানা কেটে, ঠান্ডা জলে ছানা ধূয়ে জল ঝরিয়ে রাখতে হবে ৩০ মিনিট।

  2. 2

    এরপর ঠান্ডা ছানা নিয়ে থালার মধ্যে রেখে হাতের তালুর সাহায্যে মোলে নিতে হবে।

  3. 3

    এবার ওর সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে ভালো করে আবার মোলে নিতে হবে।

  4. 4

    নন্ স্টিক প্যান গরম করে ঘী গলিয়ে নিয়ে খেজুরের গুড় জ্বাল দিয়ে ঘন করে মাখা ছানা দিয়ে অনবরত নাড়তে হবে। কিছু ক্ষন পর মন্ড মতো হয়ে আসবে।

  5. 5

    যে পাত্র টিতে ঢালা হবে সেই পাত্রে বাটার পেপার বিছিয়ে ঘী লাগিয়ে মন্ডটা ঢেলে সমান করে দিতে হবে।

  6. 6

    ঠান্ডা হয়ে গেলে চৌকো করে কেটে নিয়েছি। কলাপাতায় সাজিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes