গাজর মটর এর সব্জী (gajar matar sabji recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#wd3
#week3

শীতকাল মানেই প্রচুর সবজি। শীতকালে গাজর মোটর প্রচন্ড মিষ্টি হয় তাই সবজিও খেতে খুব ভালো লাগে। এসব সবজিটি খেতে খুবই সুস্বাদু হয়। আর বানাতেও খুব কম সময় লাগে।

গাজর মটর এর সব্জী (gajar matar sabji recipe in Bengali)

#wd3
#week3

শীতকাল মানেই প্রচুর সবজি। শীতকালে গাজর মোটর প্রচন্ড মিষ্টি হয় তাই সবজিও খেতে খুব ভালো লাগে। এসব সবজিটি খেতে খুবই সুস্বাদু হয়। আর বানাতেও খুব কম সময় লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ৫০০গ্রাম গাজর
  2. ২৫০গ্রাম মটরশুটি
  3. ১টি ছোটপেঁয়াজ
  4. ২ইঞ্চি আদার টুকরো
  5. ১টি টমেটো
  6. ১চা চামচ গোটা জিরে
  7. ১চা চামচ ধনে গুঁড়ো
  8. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. ১চা চামচ হিং
  11. স্বাদ মতলবণ
  12. ১/২চা চামচ চিনি
  13. ১টি কাঁচা লঙ্কা
  14. ১চা চামচ সাদা তেল
  15. ২চা চামচ ঘি
  16. ২চা চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে গাজর গুলোকে ভাল করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর মটরশুঁটি গুলোকে ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা মিক্সার জারএর মধ্যে পেঁয়াজ কাঁচা লংকা আদা আর টমেটো দিয়ে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই তেল আর ঘি দিয়ে গরম করে ওর মধ্যে প্রথমে গোটা জিরে দিতে হবে।

  4. 4

    এবার ওর মধ্যে পেষ্ট করে রাখা মশলা টা দিয়ে দিতে হবে।

  5. 5

    মসলা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে ধোনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো হিং আর নুন দিতে হবে।

  6. 6

    গুঁড়ো মশলা ভাল করে কষানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য জল দিয়ে গাজর আর মটর টা দিয়ে ভালো করে কষাতে হবে।

  7. 7

    গাজর মটর কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে।

  8. 8

    এবার জল শুকিয়ে গেলে আর সব সেদ্ধ হয়ে গেলে চিনি আর ঘি টা দিয়ে দিতে হবে।

  9. 9

    এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  10. 10

    ৫মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রুটি পরোটা যেকোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

মন্তব্যগুলি

Similar Recipes