অনিয়ন চিজ স্যান্ডউইচ (onion cheese sandwich recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#GA4
#week3
সকালের ব্রেকফাস্ট এ আমরা বিভিন্ন রকমের স্যান্ডউইচ খেয়ে থাকি। এই অনিয়ন চিজ স্যান্ডউইচ
খেতে খুবই সুস্বাদু আর বানাতেও খুব কম সময় লাগে।

অনিয়ন চিজ স্যান্ডউইচ (onion cheese sandwich recipe in Bengali)

#GA4
#week3
সকালের ব্রেকফাস্ট এ আমরা বিভিন্ন রকমের স্যান্ডউইচ খেয়ে থাকি। এই অনিয়ন চিজ স্যান্ডউইচ
খেতে খুবই সুস্বাদু আর বানাতেও খুব কম সময় লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫মিনিট
২জন
  1. ৪ স্লাইস ব্রাউন ব্রেড
  2. ১চা চামচ বাটার / মাখন
  3. ২টো পেঁয়াজ
  4. ২টো কাঁচালঙ্কা
  5. ৪চা চামচচীজ
  6. স্বাদ মতো নুন
  7. ১/২চা চামচ গোটা জিরে
  8. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৫মিনিট
  1. 1

    প্রথমে পিঁয়াজ লঙ্কা গুলোকে কুঁচিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর ওর মধ্যে চিজটাকে গ্রেট করে দিতে হবে।

  3. 3

    এরপর ওর মধ্যে গোটা জিরে ধনে গুঁড়ো লঙ্কাগুঁড়ো আর পরিমান মত নুন দিয়ে ফিলিংটা তৈরি করতে হবে।

  4. 4

    এরপর ব্রেডগুলোর মধ্যে বাটার মাখিয়ে নিতে হবে।

  5. 5

    যেদিকে বাটার মাখানো হল তার উল্টোদিকে পেঁয়াজের ফিলিংটা দিতে হবে।

  6. 6

    এবার তার ওপর আর একটা বাটার মাখানো ব্রেড চাপিয়ে দিতে হবে।

  7. 7

    এবার একটা তাওয়া ভালো করে গরম করে নিতে হবে।

  8. 8

    এবার মধ্যে স্যান্ডউইচ দিয়ে ভাল করে সেকে নিতে হবে এপিঠ-ওপিঠ।

  9. 9

    এরপর মাঝে মাঝে কেটে সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes