মেথি মালাই মটর পনির (methi Malai mutter paneer recipe in Bengali

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#GA4
#week19

শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। আর মটরশুঁটির সেই একঘেয়ামি রেসিপি খেতে খেতে আমার ভালো লাগেনা। এই মেথি মালাই মটর পনিরটি খেতে যেমন সুস্বাদু হয় রেসিপি একটু অন্য ধরনের। শীতকালে রাতে গরম গরম রুটি পরোটা সঙ্গে এটি জমে যায়।

মেথি মালাই মটর পনির (methi Malai mutter paneer recipe in Bengali

#GA4
#week19

শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। আর মটরশুঁটির সেই একঘেয়ামি রেসিপি খেতে খেতে আমার ভালো লাগেনা। এই মেথি মালাই মটর পনিরটি খেতে যেমন সুস্বাদু হয় রেসিপি একটু অন্য ধরনের। শীতকালে রাতে গরম গরম রুটি পরোটা সঙ্গে এটি জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ১কাপ মটরশুঁটি
  2. ৪চা চামচ কাসুরি মেথি
  3. ১কাপ কিউব করে কেটে রাখা পনির
  4. ৩টি পেঁয়াজ
  5. ১ইঞ্চি আদার টুকরো
  6. ৭কোয়া রসুন
  7. ১০টি কাজুবাদাম
  8. ২টি বড় এলাচ
  9. ৪টি ছোট এলাচ
  10. ১টুকরো দারুচিনি
  11. ১/২চা চামচ সাজিরে
  12. ৪চা চামচ টক দই
  13. ৪চা চামচ ফ্রেশ ক্রিম
  14. ৪চা চামচ বাটার /মাখন
  15. ৪চা চামচ সাদা তেল
  16. স্বাদমত নুন
  17. ১/২ চা চামচ চিনি
  18. ৭টি গোটা গোলমরিচ
  19. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  20. ১/২চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  21. ১চা চামচ জিরের গুঁড়ো
  22. ১চা চামচ ধনের গুঁড়ো
  23. ১চা চামচ ধনে পাতা কুচি
  24. ১টি কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে একটা প্যান এর মধ্যে জল গরম করে ওর মধ্যে চার ভাগ করে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি আদা কুচি একটা বড় এলাচ কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার ওটা একটু ঠান্ডা হলে ওর মধ্যে থাকা বড় এলাচ আর কাঁচা লঙ্কা টা তুলে ফেলে ওর সঙ্গে টকদই যোগ করে গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট করে নিতে হবে।

  3. 3

    এবারএকটা কড়াই এ ১ চামচ তেল আর ২ চা চামচ বাটার দিয়ে গরম করে নিতে হবে।

  4. 4

    এবার ওর মধ্যে সাজিরে বড় এলাচ ছোট এলাচ দারচিনি গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে।

  5. 5

    এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধোনেগুঁড়ো আর জিরেগুঁড়ো দিয়ে একটু ভাজতে হবে।

  6. 6

    এবার ওর মধ্যে পেঁয়াজের পেস্ট টা দিতে হবে।

  7. 7

    এবার মশলা টা ভালো করে কষিয়ে ওর মধ্যে নুন আর চিনি টা দিতে হবে।

  8. 8

    এবার আরেকটা প্যানে ১চা-চামচ তেল ২ চামচ বাটার গরম করে ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাসুরি মেথিটা দিতে হবে।

  9. 9

    এবার ওর মধ্যে মটরশুঁটি গুলো আর পনিরদিয়ে একটু নেড়ে নিতে হবে।

  10. 10

    এবার কাসুরি মেথি মটর আর পনিরটা আগের গ্রেভি টার‌ মধ্য দিয়ে দিতে হবে।

  11. 11

    এবার সব ভালো করে মেশান হয়ে গেলে কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে।

  12. 12

    ৫ মিনি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি আমাদের মেথি মালায় মটর পনির।

  13. 13

    অপর থেকে আরও কিছুটা ফ্রেশক্রিম আর ধনে পাতা ছড়িয়ে গরম গরম রুটি পরোটা নান যে কোন কিছুর সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes