ডালমা (dalma recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

এটা ওড়িশার একটা প্রসিদ্ধ নিরামিষ রান্না।
যেটা আমি কিছুটা নিজের মতন করে
বানাই।

ডালমা (dalma recipe in Bengali)

এটা ওড়িশার একটা প্রসিদ্ধ নিরামিষ রান্না।
যেটা আমি কিছুটা নিজের মতন করে
বানাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. অরহর ডাল ১০০g
  2. ছোলার ডাল ১০০g
  3. আলু ১ টা বড়ো
  4. ফুলকপি ১০০g
  5. মুলো ১ টা বড়ো
  6. কুমড়ো১০০g
  7. সিম বা বীনস ১০০g
  8. গাজর ১ টা বড়ো
  9. মটরশুঁটি ছাড়ানো ১০০g
  10. লম্বা বেগুন ২টো
  11. 1 বাটিধনে পাতা ছোটো
  12. চামচঘী ২ টেবিল
  13. কারিপাতা এক মুঠো
  14. টোতেজপাতা
  15. কাঁচা লঙ্কা ৪_৫টা
  16. চা চামচজিরা ১/২
  17. চা চামচসর্ষে১/২
  18. টমেটো ২টো বড়ো
  19. চামচআদাবাটা ১ টেবিল
  20. চামচহলুদ ১
  21. চামচলঙ্কা গুড়ো ১
  22. চামচগরম মশলা গুড়ো দের
  23. নুন মিষ্টি নিজের ইচ্ছে অনুযায়ী

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডাল গুলো বেশ কিছুক্ষন ভিজিয়ে রেখে কুকারে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার করাই তে তেল দিয়ে গরম করে জিরা, সর্ষে, কাঁচালঙ্কা, কারি পাতা তেজপাতা ফোরণ দিতে হবে

  3. 3

    এবার টমেটো কুচি, আদা বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প ভেজে নিতে হবে।

  4. 4

    এবার কাটা সব্জি গুলো দিয়ে কিছুক্ষন রান্না করে,ডাল সেদ্ধ টা দিয়ে সব্জি সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে।

  5. 5

    হয়ে গেলে ঘী আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Similar Recipes