টমেটো ট্যাংরা (tomato tangra recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

#f

টমেটো ট্যাংরা (tomato tangra recipe in Bengali)

#f

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০গ্রাম ট্যাংরা মাছ
  2. ২০০ গ্ৰামটমেটো
  3. স্বাদ মতকাঁচা লঙ্কা
  4. পরিমাণ মতধনে পাতা সাজানোর জন্য
  5. ১ টা বড় রসুন এক
  6. ১/২ চা চামচকালো জিরা
  7. পরিমাণ মতসর্ষের তেল
  8. ১/২ চা চামচহলুদ,
  9. স্বাদ মতনুন,চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ টা ধুয়ে নুন হলুদ এক চামচ তেল দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    টমেটো,রসুন, কাঁচা লঙ্কা
    এক সাথে পিষে নিন।

  3. 3

    এবার করাই টে তেল গরম করে,কালো জিরা কাঁচা লঙ্কা ফরোন দিতে হবে।

  4. 4

    এবার পিষে রাখা মশলা টা ঢেলে দিন।

  5. 5

    এবার হলুদগুঁড়া (নুন চিনি)স্বাদ অনুযায়ী দিয়ে তেল ছাড়া অবধি রান্না করতে হবে।

  6. 6

    এবার অল্প জল দিয়ে মাছ গুলো ছেড়ে দিতে হবে।

  7. 7

    একটু গা মাখা হলে আঁচ বন্ধ করে, ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে নিলেই হয়ে গেলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Similar Recipes