ট্যাংরা কারি(Tangra curry recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

ট্যাংরা কারি(Tangra curry recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 500 গ্রামট্যাংরা মাছ
  2. 1 টি বড় পেঁয়াজ
  3. 7 (8 কোয়া)রসুন থেঁতো
  4. 1 টি বড় টমেটো কুচি
  5. 1 চা চামচকাঁচা লংকা বাটা
  6. 1 চা চামচজিরা বাটা
  7. 1/2 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 2-3 চা চামচ ধনেপাতা কুচি
  10. 1 চা চামচহলুদ
  11. স্বাদ মতনুন
  12. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  13. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  14. 1 টিশুকনো লঙ্কা
  15. 1 টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ট্যাংরা মাছ গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে আবার অল্প তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ও রসুন দিয়ে ভালো করে ভাজতে হবে।

  3. 3

    পেঁয়াজ ভাজা হলে তাতে নুন, হলুদ দিয়ে টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে তাতে জিরা বাটা, লংকা বাটা, ধনেগুঁড়ো, লংকাগুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।

  4. 4

    এরপর তাতে অল্প জল দিয়ে মাছ গুলো দিয়ে নেড়ে প্রয়োজন মতো জল দিয়ে ফোটাতে হবে।

  5. 5

    এবার ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes