পাউরুটি আর ডিমের বাহার (pauruti r dimer bahar recipe in Bengali)

Sana Roy
Sana Roy @Ar9267

#egg1

নিজের মন থেকে করা

পাউরুটি আর ডিমের বাহার (pauruti r dimer bahar recipe in Bengali)

#egg1

নিজের মন থেকে করা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
2জনের
  1. ২ স্লাইসপাউরুটি
  2. ২টোডিম,
  3. ১টা পেঁয়াজ স্লাইস করে কাটা,
  4. ১টাকাঁচা লঙ্কা কুচি
  5. ১টাটমেটো ছোট কুচি
  6. ২চা চামচচালের গুঁড়ো
  7. ১ টেবিল চামচ ময়দা
  8. ১ টেবিল চামচবাদাম গুঁড়া
  9. স্বাদ মতনুন
  10. ১/৪ চা চামচহলুদের গুঁড়ো
  11. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল
  12. প্রয়োজন অনুযায়ীদুধ

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    ডিম টা ফেটিয়ে নিয়ে তার মধ্যে সব উপকরণ মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিতে হবে, এবার একটা পাউরুটি মাঝখানে কেটে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার পরিবেশন করুন নিজের ইচ্ছে মত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sana Roy
Sana Roy @Ar9267

মন্তব্যগুলি

Similar Recipes