ধনিয়া চিকেন (Dhania chiken recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076


ধনিয়া চিকেন খুব কম তেলের একটি রেসিপি |ধনে পাতা আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে ৷এটি যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যকর এবং সুস্বাদু ও বটে |

ধনিয়া চিকেন (Dhania chiken recipe in Bengali)


ধনিয়া চিকেন খুব কম তেলের একটি রেসিপি |ধনে পাতা আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে ৷এটি যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যকর এবং সুস্বাদু ও বটে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন (বোন লেস)
  2. ৮-১০ কোয়া রসুন
  3. ১ ইঞ্চি আদা
  4. ৫-৬টি কাঁচা লঙ্কা
  5. ১ মুঠো ধনে পাতা
  6. ২ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ জিরা গুঁড়ো
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. স্বাদ মত নুন
  10. ৩ চা চামচ টকদই
  11. ১ চা চামচ মাখন
  12. ১ চা চামচ সাদাতেল
  13. ১টিএলাচ
  14. ১টি লবঙ্গ
  15. ১ টুকরো দারচিনি
  16. ৫-৬টি গোলমরিচ
  17. ১ চা চামচ সা জিরা
  18. ২টি পেঁয়াজ কুচি
  19. ১চিমটি চিনি
  20. ১/৪ চা চামচ গরম মশলা
  21. ১/২ চা চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন ধুয়ে বোনলেস করে নিতে হবে

  2. 2

    আদা রসুন কাঁচালংকাও ধনে পাতা একমুঠো মিক্সি তে পেস্ট করে রাখতে হবে

  3. 3

    এবার একটা পাত্রে চিকেন নিয়ে পেস্ট মশলা, ২ চা চামচ ধনেও ১ চা চামচ জিরা গুড়া,১/২ চা চামচ লংকাগুড়া, পরিমান মত নুন, ৩ চা চামচ টকদই একসাথে মেশাতে হবে৷২-৩ ঘন্টা ম্যারিনেট করতে হবে৷

  4. 4

    এবার প্যানে ১ চা চামচ করে তেলও মাখন দিয়ে গরম মশলা থেতো, গোলমরিচ, সাঃ জিরা দিয়ে লোফ্লেমে ভাজতে হবে | একটু সুগন্ধ বের হলে২টা পেঁয়াজ কুচি ২ মিনিট ভাজতে হবে

  5. 5

    এবার তাতে ম্যারিনেটেড চিকেন দিয়ে মিডিয়াম আঁচে কষাতে হবে | এবার ঢাকা দিয়ে ফ্লেম লোকরে ৫-৭ মিনিট রান্না হতে দিতে হবে

  6. 6

    এতেজলের দরকার নেই | এবার এতে চিনি দিতে হবে!১/৪ চা চামচ গরম মশলারগুড়া দিতে হবে। জল শুকিয়ে এলে ঢাকা দিয়ে ২ মিনিট রেখে, শেষে১/২ চা চামচ কসুরীমেথি ছড়িয়ে রান্নানামিয়ে গরম গরমপরিবেশন করতে হবে| এটি রুটিপরোটা রাইস সবার সাথেই বেশ ভাল লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes