হেমকণা পায়েস (hemkona payesh recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#TR

হেমকণা পায়েস (hemkona payesh recipe in Bengali)

#TR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘন্টা
৪ জনের জন্য
  1. ১লিটার দুধ
  2. ১০০ গ্ৰাম গ্ৰেট করা ক্ষোয়া ক্ষীর
  3. ১কাপ আমন্ড, কাজু ও পেস্তা বাদাম
  4. ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. ৩ টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো
  6. ৩ টেবিল চামচ গুঁড়ো চিনি
  7. ১/২ চা চামচ ঘি
  8. ১চা চামচ এলাচ গুঁড়ো
  9. পরিমাণ অনুযায়ীজাফরান

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘন্টা
  1. 1

    প্রথমে আমন্ড বাদাম গরম জলে আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর আমন্ড গুলি খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার আমন্ড,কাজু ও পেস্তা একসাথে পেস্ট করে নিতে হবে। চিনি ও গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিতে হবে। ক্ষোয়া গ্ৰেট করে নিতে হবে। এরপর বাদাম, চালের গুঁড়ো, চিনি গুঁড়ো, ক্ষোয়া ও ঘি দিয়ে সমস্ত উপকরণ মেখে একটি নরম মসৃণ ডো তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার ঐ মন্ড থেকে হাতের তালুতে ঘি মাখিয়ে ছোট ছোট ক্ষোয়ার বল তৈরি করে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াতে এক লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার একটি বাটিতে ইশদ-উষ্ণ দুধে জাফরান ও গুঁড়ো দুধ গুলে নিতে হবে।

  4. 4

    এবার কড়াতে ফোটানো দুধের সাথে জাফরান ও গুঁড়ো দুধের মিশ্রণ ঢেলে দিতে হবে। এরপর দুধ ঘন হয়ে এলে স্বাদমতো চিনি ও এলাচ গুঁড়ো এবং তৈরি করা ক্ষোয়ার বল গুলো দিয়ে হাল্কা ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার তৈরি হেমকনা পায়েস। এবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes