পনিরের পাতুরি (paneerer paturi recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#MJ
মা ছিলেন নিরামিষ ভোজী ,তাই আমি পনিরের পদ বেশি বানিয়ে দিতাম। আজ আমার মা নেই । তাঁর চরণে প্রনাম জানিয়ে , তাঁর কথা মাথায় রেখে আমি এই পনিরের পাতুরি বানিয়েছি।

পনিরের পাতুরি (paneerer paturi recipe in Bengali)

#MJ
মা ছিলেন নিরামিষ ভোজী ,তাই আমি পনিরের পদ বেশি বানিয়ে দিতাম। আজ আমার মা নেই । তাঁর চরণে প্রনাম জানিয়ে , তাঁর কথা মাথায় রেখে আমি এই পনিরের পাতুরি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮ মিনিট।
৪ জন
  1. ২০০ গ্রাম পনির
  2. ২ চা চামচ সাদা সর্ষে
  3. ২ চা চামচ কালো সর্ষে
  4. ২ চা চামচ সর্ষের তেল
  5. ৫ টি কাঁচা লঙ্কা
  6. পরিমাণ মতকারিপাতা
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. 1 চিমটিচিনি

রান্নার নির্দেশ সমূহ

৮ মিনিট।
  1. 1

    প্রথমে একটি পাত্রে পনির টুকরো করে কেটে নিতে হবে।এবার সরষে বেটে নিয়ে পনিরের উপর দিয়ে দিতে হবে।পরিমান মতো হলুদের গুঁড়ো,তেল,নুন,চিনি দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এবার কলাপাতা ছোটো করে কেটে নিয়ে গরম জলে একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে,আর তাতে মেশানো পনির দিয়ে দিতে হবে ভাগ ভাগ করে।প্রতিটি ভাগেই কারিপাতা ও একটি করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে।

  4. 4

    এবার গ্যাস জ্বেলেও একটি ফ্রাইং প্যান বসিয়ে গরম হলে তাতে অয়েল ব্রাশ দিয়ে তেল বুলিয়ে নিয়ে একটা একটা করে কলাপাতায় বাঁধা পনির ভাজতে হবে।ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিতে হবে ।গরম ভাতের সাথে দারুর ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes