ফুলকপির কোপ্তা কারি(Fulkopir Kopta Kari Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

ফুলকপির কোপ্তা কারি(Fulkopir Kopta Kari Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ টি ছোট ফুলকপি
  2. ১কাপ বেসন
  3. ১চা চামচ আদা কুচি
  4. ১চা চামচ আদা বাটা
  5. ১চা চামচ লঙ্কা বাটা
  6. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  7. স্বাদমতোনুন ও চিনি
  8. ২ টো+১০-১২ টি+১টুকরোপেষ্ট - টমেটো কাজু ও আদা এক সাথে বাটা।
  9. ২টো লঙ্কা কুচি
  10. ১চা চামচ রোষ্টেড জিরা গুড়ো
  11. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  13. ৪চা চামচ টকদই
  14. ৪টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. ১/২চা চামচ+২টো + ১টি পাঁচ ফোড়ন, লঙ্কা ও তেজপাতা
  16. ১চা চামচ গরম মশলা গুঁড়ো
  17. ১চা চামচ ঘি
  18. ২চা চামচ সর্ষের তেল
  19. প্রয়োজন মত সাদা তেল বড়া ভাজার জন্যে

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি গ্ৰেটারে ঘষে নিতে হবে।এবার একটি বাটিতে ফুলকপি, ব‍্যাসন,লঙ্কা ও আদাকুচি,ধনেগুড়ো, রোষ্টেড জিরে গুড়ো,নুন ও ১চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ও অল্প জল ছিটিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এবার এই মাখা থেকে অল্প করে নিয়ে বলের আকারে গড়ে ডুবো তেলে কম আচে বড়া গুলো ভেজে নেবো

  3. 3

    এবার ঐ কড়াইয়ে ২চামচ সর্ষের তেলে পাঁচফোড়ন,লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো ও কাজুর পেষ্ট দিয়ে ভালো করে কষাতে হবে।নুন,আদাবাটা, কাশ্মীরী লঙ্কা গুড়ো, লঙ্কা বাটা দিতে হবে।

  4. 4

    এবার মশলা ভালো করে কষিয়ে নিয়ে টকদই দিয়ে আরও ১মিনিট মতো কষাতে হবে, ঢিমে আচে।

  5. 5

    এবার ২ কাপ মতো জল দিয়ে ও ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।ভালো করে ফুটে গেলে ভাজা বড়া গুলো দিয়ে নাড়িয়ে আরোও মিনিট দুয়েক ফোটাতে হবে।

  6. 6

    এবার বড়ার মধ্যে ঝোল ঢুকে গেলে ও গ্ৰেভি ঘন হয়ে এলে ঘি,গরমমশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  7. 7

    এটা ভাত,রুটি বা লুচির সঙ্গে খুব ভালো লাগে।আমি রুটির সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes