মুলোর কোপ্তা কারি (mulor kopta curry recipe in Bengali)

Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

#শীতকালীনসব্জী
#গল্পকথায়

মুলোর কোপ্তা কারি (mulor kopta curry recipe in Bengali)

#শীতকালীনসব্জী
#গল্পকথায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪জনের জন্য
  1. ২০০গ্রামমুলো.
  2. ১চা চামচজিরে
  3. ১টিতেজপাতা
  4. ১ টাদারুচিনি
  5. ২ টোএলাচ
  6. ২টিপেঁয়াজ কুচি
  7. ১চা চামচআদা ও রসুন পেষ্ট
  8. ১টিটমেটো কুচি
  9. ১টিকাঁচা লঙ্কা
  10. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ১টিকাঁচা লঙ্কা কুচি
  12. ১চা চামচদই (ফেটানো)
  13. ১চা চামচধনে গুঁড়ো
  14. ১চা চামচজিরে গুঁড়ো
  15. ১চা চামচনারকেল কোরানো
  16. ২চা চামচবেসন
  17. স্বাদ মতনুন ও চিনি
  18. ১চা চামচতিল
  19. ১চা চামচগরম মশলা
  20. ৫০গ্রামসাদা তেল
  21. ১চা চামচঘি..
  22. ১০-১২টি মটরশুঁটি
  23. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  24. ১/২চা চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    গরম জলে মূলো টুকরো ব্লান্চ করে জল নিংড়ে কাঁচা লঙ্কা ১/২পেয়াজ কুচি নারকেল কোরানো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ জিরে গুঁড়ো ১/২ চা চামচ আদা রসুন পেস্ট হলুদ নুন তিল ও বেসন মিশিয়ে নেবেন।

  2. 2

    মূলো পেষ্ট ভালো করে মেখে হাতে একটু তেল মেখে বল তৈরি করে নেবেন। কড়াইতে তেল গরম করে বলগুলো বাদামি করে ভেজে তুলে একটি প্লেটে তুলে রাখবেন।

  3. 3

    কড়াইতে ২চা চামচ তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো টুকরো ও কাঁচা লঙ্কা কুচি সতে করে ঠান্ডা করে গ্রাইন্ডারে মশলার সাথে একটু জল দিয়ে পেষ্ট করে নেবেন।

  4. 4

    অন্য একটি কড়াইতে তেল গরম করে তেজপাতা জিরে দারুচিনি এলাচ ফোড়ন দিয়ে পেষ্ট করা মশলাতে একটু জল মিশিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দ ই কাশ্মীরি লংকার গুঁড়ো মিশিয়ে ভালো করে ৫মিনিট কষিয়ে পরিমান মতো জল মটরশুঁটি নুন ও চিনি দিয়ে ফোটাবেন।মশলা একটু ঘন হয়ে এলে ১/২ চা চামচ গরম মশলা ও ঘি মিশিয়ে ফুটিয়ে প্লেটে সাজানো কোপ্তার ওপর ঢেলে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

Similar Recipes