চিকেন বিরিয়ানি (Chicken biriyani recipe in bengali)

বর্ষা নাগ
বর্ষা নাগ @cook_123456678

#LS

চিকেন বিরিয়ানি (Chicken biriyani recipe in bengali)

#LS

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা৩০ মিনিট
৪ জন
  1. ৭৫০গ্ৰামচিকেন
  2. ৩০০গ্ৰামবাসমতী চাল
  3. ৬-৭টি মাঝারি আলু টুকরো
  4. ৫-৬টি বড়পেঁয়াজ (দুটো লম্বা করে কেটে বাকি পেস্ট করে নিতে হবে)
  5. ১.৫ চা চামচরসুন বাটা
  6. ১চা চামচআদা বাটা
  7. পরিমাণ মতপুদিনা পাতা কুচি
  8. পরিমাণ মতধনেপাতা কুচি
  9. পরিমাণ মতকসুরি মেথি
  10. পরিমাণ মতগোটা গরম মসলা (৪টি এলাচ,দারুচিনি এক টুকরা,লবঙ্গও ৪-৫টি)
  11. ২টিতেজপাতা
  12. স্বাদ মতনুন
  13. ১ চা চামচহলুদ গুঁড়ো
  14. 1 চা চামচকাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  15. ১ চা চামচ জিরে গুঁড়ো
  16. ১ চা চামচ ধনে গুঁড়ো
  17. পরিমাণ মতগরম মসলা গুঁড়া
  18. ২ চা চামচ বিরিয়ানি মসলা
  19. ১চা চামচচিনি
  20. ২ চা চামচজল ঝরানো টক দই
  21. ১ কাপকেশর দুধ
  22. ১চা চামচ কেওড়ার জল
  23. ১ চা চামচ গোলাপ জল
  24. ১ চা চামচপাতিলেবুর রস
  25. ২চা চামচঘি
  26. পরিমাণ মতসরিষার তেল
  27. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে মধ্যে চিকেনটা নিয়ে ধুয়ে নিন। তারপর তার মধ্যে একে একে পেঁয়াজবাটা, রসুনবাটা, আদা বাটা, টক দই, পাতিলেবুর রস, অল্প করে পুদিনা ও ধনেপাতা কুচি, ¼ চামচ হলুদ গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    অন্যদিকে বাসমতি চাল ধুয়ে নিয়ে ৩০ মিনিটের মত ভিজিয়ে রাখুন। আর আলুর টুকরোগুলোকে একটু হলুদ মাখিয়ে গ্যাস অন করে কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল দিয়ে ভেজে নিন। ওই একই তেলে কেটে রাখা লম্বা লম্বা পেঁয়াজগুলো ডিপ ফ্রাই করে বেরাস্তা বানিয়ে নিন।

  3. 3

    এরপর গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিন,জলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মসলা, তেজপাতা ও অল্প পরিমাণে নুন দিয়ে জল টা ফুটতে দিন। জল ফুটে গেলে তার মধ্যে পাতিলেবুর রস দিয়ে ভিজিয়ে রাখা চাল গুলো দিয়ে ৮০% মতো ভাত হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন।

  4. 4

    এবার কড়াইয়ের থাকা সর্ষের তেলটা মধ্যে ম্যারিনেট চিকেন টা দিয়ে দিন। এরপর কিছুক্ষন নাড়াচাড়া করে তার মধ্যে একে একে নুন, হলুদ গুঁড়া, লঙ্কাগুঁড়ো,জিড়ে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ৭০% মতো সিদ্ধ হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিন এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর মাংস আলু পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস অফ করে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখুন। এবং বাকি সমস্ত উপাদান আলাদা পাত্রে রেখে এক জায়গা করে নিন।

  5. 5

    এরপর একটা বড় পাত্রে নিয়ে প্রথমে চিকেন টা দিয়ে অর্ধেক ভাতের একটা লেয়ার দিয়ে তার ওপর বেরেস্তা, ধনেপাতা পুদিনাপাতা কুচি, কাস্তুরি মেথি, বিরিয়ানি মসলা, গরম মসলা, কেওড়া জল,গোলাপ জল, দু'তিনটে চেরা কাঁচালঙ্কা,ঘি, কেশর ভিজানো দুধ,অল্প পরিমাণে চিনি, নুন দিয়ে দিন। আর বাকি অর্ধেকটা ভাত সেম ভাবে আরেকটি লেয়ার দিয়ে দিন, এরপর অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুড়ে ১০মিনিট ধীমে আছে বসিয়ে রাখুন। ১০ মিনিট হয়ে গেলে গ্যাস টা অফ করে আরও ১৫ মিনিট রেখে দিন ।

  6. 6

    তারপর অ্যালুমিনিয়াম পেপার টা খুলে স্যালাড রায়তা সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিকেন বিরিয়ানি। ধন্যবাদ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
বর্ষা নাগ
রান্না করতে আমি ভালোবাসি ❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes