চিকেন বিরিয়ানি (Chicken Biriyani recipe in Bengali)

Ankita Bhattacharjee Roy
Ankita Bhattacharjee Roy @cook_30845269

চিকেন বিরিয়ানি (Chicken Biriyani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30মিনিট
2 জন
  1. 2 কাপবাসমতী চাল
  2. 5 টিলবঙ্গ
  3. 1 ইঞ্চিদারচিনি
  4. 4-5 টিএলাচ
  5. 15 টিগোলমরিচ
  6. 1টেবিল চামচ চিনি
  7. 2 টেবিল চামচঘি
  8. 2 টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. 2 টেবিল চামচজিরা গুঁড়ো
  10. 1 টেবিল চামচগোটা জিরা
  11. 1টেবিল চামচ সোয়া সস
  12. 2টেবিল চামচ টমেটো সস
  13. স্বাদ মত নুন
  14. 250 গ্রামচিকেন
  15. 1 টেবিল চামচপেঁয়াজ বাটা
  16. 2টেবিল চামচআদা বাটা
  17. 1 টেবিল চামচরসুন বাটা
  18. 1/2 কাপদই
  19. 3-4 টি পেঁয়াজ কুচি
  20. 2 টিকাঁচা লঙ্কা
  21. 4 টেবিল চামচবিরিয়ানি রেডিমেড মশলা
  22. 1 টেবিল চামচগোলাপ জল
  23. 1/3 কাপদুধ

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30মিনিট
  1. 1

    30 মিনিট চাল ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরিয়ে চালকে অন্য পাত্রে রাখতে হবে।

  2. 2

    একটি পাত্রে জল গরম করতে হবে।সেই পাত্রে 1 চামচ গোটা জিরা,2 টি তেজপাতা,2 চামচ সাদা তেল।জল ফুটলে চাল দিয়ে দিতে হবে।চাল 80% সেদ্ধ করতে হবে।যেন বেশি সেদ্ধ না হয়ে যায়।তারপর ভাতের জল ভালো করে ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে গোটা গোলমরিচ, তেজপাতা, কাঁচা লংকা, চিনি, লবঙ্গ, দারচিনি, এলাচ দিতে হবে. তারপর ধোয়া চিকেন দিয়ে তারসাথে আদাবাটা, রসুনবাটা, জিরা ও ধনেগুঁড়ো, টকদই, সয়াসস,লবণ ও বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা কষাতে হবে. জল না দিয়ে গ্যাস টা কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 20 মিনিট।

  4. 4

    মাংস সেদ্ধ হলে বিরিয়ানি সেদ্ধ চাল মাংসের উপর দিয়ে ঢাকা দিতে হবে. ভাতের উপর দুই টেবিল চামচ ঘী, বিরিয়ানি মশলা, দুধ, লবণ, টমেটো সস, গোলাপজল দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিট। তারপরে বিরিয়ানি এবং মাংস টাকে ভালো করে নেড়ে কড়াইয়ে মিশিয়ে দিতে হবে। হয়েগেলে গরমগরম চিকেন বিরিয়ানি পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Bhattacharjee Roy
I love cooking ❤️❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি (7)

Similar Recipes