ডিমের প্যানকেক (dimer pancake recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

ডিমের প্যানকেক (dimer pancake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জনের জন্য
  1. ৩ টে ডিম
  2. ৩ টেবিল চামচ ময়দা
  3. ৩ টেবিল চামচ দুধ
  4. ১টি মাঝারি পেঁয়াজ কুচি
  5. ১টি মাঝারি টমেটো কুচি
  6. পরিমাণ অনুযায়ীধনেপাতা কুচি
  7. স্বাদ অনুযায়ীকাঁচালঙ্কা কুচি
  8. ১/২চা চামচ বেকিং পাউডার
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. পরিমাণ অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে পিঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা ও ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে তিনটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে, বেকিং পাউডার ও ময়দা,দুধ এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে, পিঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে গোলা তৈরি করে নিতে হবে।

  3. 3

    এরপর নন স্টিক প্যানে তেল বুলিয়ে এক হাতা করে গোলা দিয়ে দুপিঠ ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এবার তৈরি ডিমের প্যানকেক। এরপর টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes