ডিমের কারি(Dimer curry recipe in Bengali)

Swapan Chakraborty
Swapan Chakraborty @cook_25590717

ডিমের কারি(Dimer curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টি ডিম
  2. ২ টেবিল চামচ আদা জিরা বাটা
  3. ২টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা
  4. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  5. ১/২চা চামচ গোটা সাদা জিরে ফোঁড়নের জন্য
  6. ২ টি তেজপাতা
  7. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ৩ চা চামচ ধনে জিরেগুঁড়ো
  10. ৩ টেবিল চামচ টমেটো পিউরি
  11. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।কড়াইতে তেল দিয়ে ডিমগুলি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এর পর কড়াইতে আবার তেল দিয়ে গোটা সাদা জিরে তেজপাতার ফোড়ন দিতে হবে‌।

  3. 3

    এরপর আদা জিরা বাটা দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিতে হবে।এরপর স্বাদমতো নুন, হলুদ,জিরা গুঁড়ো,গরম মশলা গুঁড়ো টমেটো পিউরি দিতে হবে‌।

  4. 4

    খুব ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে আসবে।এরপর এতে ভেজে রাখা ডিম দিতে হবে।

  5. 5

    এরপর সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে।ফুটে উঠলে এবং গ্রেভি একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিমের কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swapan Chakraborty
Swapan Chakraborty @cook_25590717

মন্তব্যগুলি

Nayanika Datta
Nayanika Datta @1cooking6565
আমিও ডিমের রেসিপি আপলোড করেছি এই পেজে। ডিম ঘুগনি রেসিপি।

Similar Recipes