কালো চানা চাট (Kala Chana Chaat recipe in Bengali)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#TheChefStory #ATW1
আজ আমি কালো চানা দিয়ে একটা হেলদি স্টিট ফুড চানা চাটের রেসিপি শেয়ার করছি। এটা বানানো খুব সহজ আর ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যায়।

কালো চানা চাট (Kala Chana Chaat recipe in Bengali)

#TheChefStory #ATW1
আজ আমি কালো চানা দিয়ে একটা হেলদি স্টিট ফুড চানা চাটের রেসিপি শেয়ার করছি। এটা বানানো খুব সহজ আর ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
  1. ১ বাটি কালো ছোলা
  2. ১ টেবিল চামচ তেল
  3. ১ চা চামচ গোটা জিরে
  4. ১ চিমটি হিং
  5. ১/২ চা চামচ জোয়ান
  6. ১ টেবিল চামচ গ্রেট করা আদা
  7. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ টা সেদ্ধ করা আলু কিউব করে কাটা
  11. ১ টা টমেটো কুচি
  12. ১ টা পেঁয়াজ কুচি
  13. ১ টা কাঁচা লঙ্কা কুচি
  14. ১ চা চামচ চাট মশলা
  15. ১/২ চা চামচ বিট নুন
  16. ১ টেবিল চামচ লেবুর রস
  17. ১ টেবিল চামচ ধনে পাতা কুচি
  18. পরিমাণ মত পাপড়ি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে ছোলা টা ভালবকরে ধুয়ে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপর তাকে অল্প জল আর নুন দিয়ে কুকারে ৩-৪ টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে জিরে, জোয়ান আর হিং ফোড়ন দিয়ে আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করা ছোলা দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে হবে।

  3. 3

    তারপর ওতে জিরে গুরো, হলুদ গুরো, লঙ্কা গুরো আর বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্দ করে দিতে হবে।

  4. 4

    এবার ভাজা ছোলা গুলো একটা বাটিতে নিয়ে ওতে পিয়াজ, টমেটো, আলু, লঙ্কা কুচি আর চাট মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওতে লেবুর রস আর ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে। রেডী হয়ে গেল কলা চানা চাট।

  5. 5

    এবার আমি পাতার একটা দোনা বানিয়ে তাতে ছোলার চাট টা দিয়ে তার ওপর পাপড়ি গুলো গুরো করে দিলেই সার্ভ করার জন্য রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes