স্পেসাল ঘুগনি চাট (special ghoogni chaat recipe in Bengali)

সুস্মিতা মন্ডল
সুস্মিতা মন্ডল @cook_24836594
কলকাতা

#hooghlyfoodiesclub
#স্ন্যাক্স
গরম গরম ঘুঘনি আমারা সবাই প্রায় পছন্দ করি তার ওপর যদি এই রকম একটা চার্ট বানানো হয় তো আর কথাই নেই। খুব টেস্টি আর চটপটা খেতে এই চার্টটি, যার ঘুঘনি ভাল লাগে না সে এটি একবার খেলে বারবার খাবে।

স্পেসাল ঘুগনি চাট (special ghoogni chaat recipe in Bengali)

#hooghlyfoodiesclub
#স্ন্যাক্স
গরম গরম ঘুঘনি আমারা সবাই প্রায় পছন্দ করি তার ওপর যদি এই রকম একটা চার্ট বানানো হয় তো আর কথাই নেই। খুব টেস্টি আর চটপটা খেতে এই চার্টটি, যার ঘুঘনি ভাল লাগে না সে এটি একবার খেলে বারবার খাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. ২০০ গ্রাম মটর
  2. ১ কাপতেল
  3. ১/২ চা চামচহিং
  4. ১/২ চা চামচ গোটা জিরে
  5. ২ টি পেঁয়াজ কুচি
  6. ১ চা চামচ,আদা কুচি
  7. ২ চা চামচকাঁচা মরিচ কুচি
  8. ১ চা চামচরসুন কুচি
  9. ২ টিটমেটো কুচি
  10. ১ চা চামচজিরে
  11. ২ চা চামচ ধনে
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ২ চা চামচগোল মরিচের গুঁড়ো
  14. স্বাদ মতনুন চিনি
  15. ১ চা চামচ লেবুর রস
  16. ৩টি আলু সেদ্ধ
  17. ৫ চা চামচ টক দই
  18. ৩ চা চামচসোয়া সস
  19. ৪ চা চামচ টোম্যাটো সস
  20. ১/২ চা চামচ বিট নুন
  21. ১/২ কাপ ঝুু্রি ভাজা
  22. ১ চা চামচচাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ১) মটর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন, প্যান এ তেল দিয়ে হিং, জিরে ফোড়ন দিন,আদা কুচি,কাঁচামরিচ কুচি, পেয়াঁজ কুচি, রসুন কুচি দিয়ে একটু কষিয়ে নিয়ে টোম্যাটো কুচি দিন একে একে সব মশলা ১ চা চামচ করে দিয়ে একটু জল দিয়ে নেড়ে সেদ্ধ মটর দিয়ে দিন তারপর হয়ে আসলে লেবুর রস দিয়ে নামিয়ে নিন।

  2. 2

    ২) আলু সেদ্ধ গুলো পেঁয়াজ কুচি,কাচাঁ মরিচ কুচি,নুন আর ১ চা চামচ সব মশলা দিয়ে মেখে কোপ্তা করে অল্প তেলে ভেজে নিন।

  3. 3

    এরপর ওই কোপ্তার উপরে এক হাতা করে ঘুঘনি দিয়ে দিন এরপর একে একে দই, টোম্যাটো সস, সোয়া সস, কাঁচামরিচ কুচি,টোম্যাটো কুচি, শসা কুচি, বিট নুন, চার্ট মশলা,ঝুরি ভাজা ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুস্মিতা মন্ডল
কলকাতা

মন্তব্যগুলি (5)

Similar Recipes