পাও ভাজি (Pav bhaji recipe in Bengali)

 Hena Sarkar
Hena Sarkar @cook_23434392
Balligunge circular Road

পাও ভাজি (Pav bhaji recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. টুকরোফুল কফি কযেক
  2. 2 টোআলু
  3. 1 টাগাজর
  4. 1 টাক্যাপ্সিকাম
  5. 1মুঠোমটরশুঁটি
  6. 2 টো বড়পেঁয়াজ
  7. 3 টেটমেটো
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  10. 2 টেবিল চামচআদা রসুন বাটা
  11. 2 টেবিল চামচপাওভাজি মশলা
  12. 100 গ্রামমাখন
  13. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কডাইতে মাখন আর সাদা তেল দিলাম গোটা ঝিরে ফোডন দিলাম পেযাজ কুচি দিলাম পেযাজ লালচে হবার পর কাচালঙচা কুচি দিলাম আদা রসুন বাটা দিলাম 2_3 মিনট ধরে কসিযে নিলাম কসানোর পর টমেটো কুচি আরো কিছুখুন কসিযে নিলাম তারপর তার মধ্যে দিলাম নুন হলুদ গুরো লঙকার গুরো দিলাম পাওভাজি মষলা দিলাম ক্যাপসেকাম কুচি দিলাম ভালো করে ম্যাস করে নিলাম ডালের কাটা দিযে

  2. 2

    ফুলকফি আলু গাজর ছোটো ছোটো করে কেটে নিযে ভালো করে ধুয়ে নিযে নুন হলুদ লঙকার গুরো দু কাপ জল দিযে প্রেসার কুকারে দিযে দিলাম 3 টে টে থেকে 4 হুসেল দিযে নামিয়ে নিলাম ঠান্ডা হবার পর ডালের কাটা দিযে ম্যাস করে নিলাম

  3. 3

    1 নম্বর কডাইতে দিযে দিলাম ভালো করে ম্যাস করে নিলাম আবার একটু মাখন দিলাম শেষে পাযাজ শাক দিলাম ভালো করে কসিযে নিযে নামিয়ে নিলাম

  4. 4

    পাও ব্রেডে মাখন লাগিয়ে পানে সেকে নিলাম দু পিঠে মাখন দিযে সেকে নিলাম তৈরি করে নিলাম স্ট্রিট ফুড মুখোরোচক খাবার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
 Hena Sarkar
Hena Sarkar @cook_23434392
Balligunge circular Road

Similar Recipes