ইলিশ মাছের ঝোল (ilish macher jhol recipe in Bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#MM5
এটা সাধারণত বাংলাদেশের পদ্মা থেকে পাওয়া যায়, উপকারী ও মূল্য বান মাছ। বাংলাদেশ থেকে আসে, বর্ষার সময় বিশেষত পাওয়া যায়।দীঘার কোলাঘাট এ ও পাওয়া যায়।যখন বংশ বিস্তারের প্রধান সময় বর্ষাকাল,এসময় ওরা নোনা জল থেকে মিসটি জলের দিকে আসে।।বরফ দিয়ে রাখতে হয় সর্বত্র পাঠানোর জন্য।এই সব কারনে মূল্য বান।

ইলিশ মাছের ঝোল (ilish macher jhol recipe in Bengali)

#MM5
এটা সাধারণত বাংলাদেশের পদ্মা থেকে পাওয়া যায়, উপকারী ও মূল্য বান মাছ। বাংলাদেশ থেকে আসে, বর্ষার সময় বিশেষত পাওয়া যায়।দীঘার কোলাঘাট এ ও পাওয়া যায়।যখন বংশ বিস্তারের প্রধান সময় বর্ষাকাল,এসময় ওরা নোনা জল থেকে মিসটি জলের দিকে আসে।।বরফ দিয়ে রাখতে হয় সর্বত্র পাঠানোর জন্য।এই সব কারনে মূল্য বান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪/৫জন
  1. ১টি ছোটইলিশ
  2. ১/২ কাপপেঁয়াজ বাটা
  3. ১টিপেঁয়াজ কাটা
  4. ১চা চামচহলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  6. ১চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  7. ৩-৪টিকাঁচা লঙ্কা চেরা
  8. ২টেবিল চামচ তেল
  9. ১/২ চা চামচ ফোঁড়নের জন্য কালোজিরে
  10. ১টিটমেটো কুচি
  11. স্বাদ মতনুন
  12. ১টেবিল চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে মাছটাকে পরিস্কার করে পিস করে ধূয়ে জল ঝরতে দিলাম

  2. 2

    এবার নুন,হলুদ মাখিয়ে হাল্কা ভেজে নিতে হবে,কারন ইলিশ মাছ বাসি হয় তাই হাল্কা ভেজে নিতে হয়।

  3. 3

    এবার কড়াইয়ে তেল দিয়ে কাল জিরে গোটা ফোরন দিয়ে, লঙ্কা গুঁড়ো,পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ভাজা হলে, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো, টমেটো কুচি দিয়ে কষে,জল দিয়ে ঢেকে দিতে হবে ।

  4. 4

    মিডিয়াম আঁচে।২/৩মিনিট পর,ভাজা মাছ দিয়ে ঢেকে দিতে হবে ধীমে আঁচে রান্না করতে হবে

  5. 5

    তেল ছেড়ে দিলে কাঁচা লঙ্কা চেড়া ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবার সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত।গরম ভাতে লা জবাব ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes