ইলিশ মাছের ঝোল (ilish macher jhol recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

ইলিশ মাছের ঝোল (ilish macher jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬টুকরোইলিশ মাছ
  2. ১টাকাঁচকলা
  3. ৪টুকরোকুমরো পাতলা করে কাটা
  4. ৫-৬ টাকাঁচা লঙ্কা
  5. স্বাদ মতনুন
  6. ১চা চামচহলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচকলোজিরা
  8. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  9. ১ চিমটিচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    শর্ষে র তেল ৬টেবিল চামচ কড়াইতে গরম করতে হবে।

  2. 2

    ধুয়ে নুন হলুদ মাখা মাছ গুলো, গরম তেলে হাল্কা করে ভেজে নিতে হবে ।

  3. 3

    ঐ তেলেই আরও ১টেবিল চামচ তেল দিয়ে কালোজিরে ও চেরা কাঁচা লংকা ফোরণ দিতে হবে।

  4. 4

    এবার কাচাকলা,কুমরো র টুকরো গুলো ভেজে নিতে হবে । নুন স্বাদ মতো দিতে হবে।

  5. 5

    এবার ভাজা মাছ গুলো ঝোল এ দিয়ে দিতে হবে। হলুদ গুরো আর এক চিমটি চিনি দিয়ে, জল দিতে হবে।

  6. 6

    ঢাকা দিয়ে রান্না টা করতে হবে।

  7. 7

    সব্জি গুলো সিদ্ধ হলে বুঝতে হবে রান্না টা হয়ে গেছে।

  8. 8

    এবার একটা প্লেটে সাজিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes