নারকেল নাড়ু (narkel naru recipe in Bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

নারকেল নাড়ু (narkel naru recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায়৩০-৪০মিধন
২/৩ জন
  1. ১কাপনারকেল কোরা
  2. ১কাপের একটু কমচিনি
  3. ১/২ কাপ দুধ গাঢ
  4. ১টিতেজপাতা
  5. স্বাদ মতএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

প্রায়৩০-৪০মিধন
  1. 1

    প্রথমে নাড়কেল কোড়া, চিনি, দুধের ক্ষীর, সবমিলিয়ে কড়াইয়ে চাপিয়ে ধীরে আঁচে নেড়ে চেড়ে পরিপাক হলে এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে গ্যাস বন্ধ করে দিতে হবে ।

  2. 2

    এবার হাতে তেল দিয়ে গরম গরম হাতে নিয়ে লাডডুর আকারে গড়ে নিতে হবে।

  3. 3

    এবার খাবারের জন্য প্রস্তুত সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত।

  4. 4

    এটা গুড় দিয়েও বানানো যায়।পূজোর গন্ধ এসে গেছে তাই নাড়ুর রেসিপি সবার কাজে লাগবে,যারা নতূন রাঁধুনি তাদের জন্য।

  5. 5

    আমি আমার নাতনীর জন্য কাজু আমন্ড মিশিয়ে করি।ওর নাড়ু খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes