জাফরানি ভাপা দই (Zafrani baked curd recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#SR
বানালাম ভাপা দই। জাফরানি সুগন্ধে দারুন স্বাদের একটি ডিজার্ট / মিষ্টি।

জাফরানি ভাপা দই (Zafrani baked curd recipe in bengali)

#SR
বানালাম ভাপা দই। জাফরানি সুগন্ধে দারুন স্বাদের একটি ডিজার্ট / মিষ্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-22 মিনিট
5-6 জনের জন্য
  1. 1 কাপজল ঝরানো দই
  2. 1/2 কাপমিল্ক মেইড
  3. 2টেবিল চামচ দুধ
  4. 1 চিমটিজাফরান / কেশর
  5. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  6. 1/4 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

20-22 মিনিট
  1. 1

    800 গ্রাম দই, 4-5 ঘণ্টা ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। 1 কাপ হয়েছে। দুধ হাল্কা গরম করে জাফরান ভিজিয়ে রেখে দিয়েছি।

  2. 2

    মিক্সিতে দই, মিল্ক মেইড, কেশর দুধ ও এলাচ গুঁড়ো সব এক সাথে ব্লেন্ড করে নিয়েছি।

  3. 3

    মাটির ছোট ছোট কলস ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এক হাতা করে দইয়ের মিশ্রণ দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি। মাইক্রো ওভেন কনভেকসন মোডে 180* তে প্রী হিট করে নিয়েছি। এবার মাইক্রো প্রুভ প্যানে জল দিয়েছি যাতে ছোট কলস গুলো 1/3 জলে থাকবে। কলস গুলো বসিয়ে 20 মিনিট বেক করেছি।

  4. 4

    গ্যাসে বড় কড়াই বা সস প্যান বসিয়ে জল দিয়ে, একটা স্ট্যান্ড দিতে হবে । ওপরে একটা থালা দিয়ে কলস গুলো বসিয়ে ভাপ দিয়ে নেওয়া যাবে। 15-16 মিনিট মতো লাগবে। বা একটা ছুরি / টুথপিক দিয়ে চেক করে নেওয়া যাবে। পরিষ্কার বার হলে, হয়ে গেছে বোঝা যাবে।

  5. 5

    ড্রাই ফ্রুটস কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

মন্তব্যগুলি

Similar Recipes