এগ চাওমিন(egg chow mein recipe in Bengali)

Aditi Hajra
Aditi Hajra @cook_37608986

#DR

এগ চাওমিন(egg chow mein recipe in Bengali)

#DR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ১ প্যাকেট চাউমিন
  2. ২টি ডিম
  3. ৩ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. স্বাদ মত লবণ
  5. ১/২ কাপ গাজর,বিনস, ক্যাপ্সিকাম কুচি
  6. ৬ কোয়া রসুন কুচি
  7. ১টি বড় পেঁয়াজ কুচি
  8. ২ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    সসপ্যানে জল বসিয়ে ফুটতে দিতে হবে।

  2. 2

    জল ফুটে উঠলে চাউমিন দিয়ে দিতে হবে এবং তার সাথে সামান্য নুন ও সাদা তেল দিতে হবে

  3. 3

    চাওমিন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে একটি থালায় ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    এরপর করাইতে সাদা তেল দিয়ে ডিম ভুরজি করে নিতে হবে।

  5. 5

    এরপর আরো কিছুটা সাদা তেল যোগ করে রসুন কুচি ভেজে নিতে হবে

  6. 6

    এরপর এই তেলেই পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে দিতে হবে।

  7. 7

    সবজি ভাল করে সাতলে নুন গোলমরিচ দিতে হবে।

  8. 8

    এরপর সিদ্ধ ভরা চাওমিন দিয়ে দিতে হবে

  9. 9

    ভালো করে নাড়িয়ে আন্দাজ মতো নুন, গোলমরিচ গুঁড়ো যোগ করে উপর থেকে ডিমের ভুরজী ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এগ চাওমিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aditi Hajra
Aditi Hajra @cook_37608986

Similar Recipes