খার্বস (kharvas recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#ডিলাইটফুল ডেজার্ট
এটি একটি মহারাষ্ট্রীয়ান সুইট ডিস। দেখতে ভাপা সন্দেশের মতন, কিন্তু টেস্ট র তফাৎ আছে। খুবই একটি সুস্বাদু মিষ্টির pod

খার্বস (kharvas recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
এটি একটি মহারাষ্ট্রীয়ান সুইট ডিস। দেখতে ভাপা সন্দেশের মতন, কিন্তু টেস্ট র তফাৎ আছে। খুবই একটি সুস্বাদু মিষ্টির pod

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
২ জনের জন্যে
  1. ১/২ কাপ মিল্ক মেড
  2. ১/২ কাপ দুধ
  3. ১/২ কাপ জল ঝরানো দই
  4. ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  5. ১ চা চামচ আমন্ড কুচি
  6. ১/৪ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  7. ১ চিমটে কেশর
  8. ১/৪ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে দই,দুধ ও মিল্ক মেড নিয়ে ভালো করে গুলে নিতে হবে। তারপর কর্ণ ফ্লাওয়ার দিয়ে ও গুলে এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    গোলা মসৃণ হতে হবে। তারপর একটা টিফিন বক্স এ ঘী লাগিয়ে তাতে দই দুধের গোলা ঢেলে দিয়ে ওপরে কেশর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  3. 3

    কড়া তে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তাতে একটা স্ট্যান্ড রেখে তার ওপর টিফিন বক্স বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে, কম আঁচে ৩৫ মিনিট ভাপে বসাতে হবে। জল টিফিন বক্স এর ১/৪ অংশে থাকবে।

  4. 4

    ৩৫ মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে একটা ছুরি দিয়ে, ছুরি র গায়ে লেগে যায় কি না।। না লাগল বুঝতে হবে হয়ে গেছে। তারপর গ্যাস অফ করে ৫ মিনিট রেখে দিতে হবে। ঠান্ডা হলে থালায় ঢেলে ফ্রিজ এ ১ ঘণ্টা রেখে পিস করে ওপরে কিছু আমন্ড কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes