ছোট আলুর দম (Small potato curry recipe in bengali।)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#FF3
ছোট আলু দিয়ে নিরামিষ দম । রুটি ,পরোটা ,লুচি,পুরি র সাথে দারুন লাগে।

ছোট আলুর দম (Small potato curry recipe in bengali।)

#FF3
ছোট আলু দিয়ে নিরামিষ দম । রুটি ,পরোটা ,লুচি,পুরি র সাথে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 6 জনের জন্য
  1. 1/2 কেজিছোট আলু
  2. 1/2 কাপমটর সুঁটি সেদ্ধ
  3. 2 টাটমেটো কুচি
  4. 1/2 চা চামচগোটা জিরা
  5. 1 টাতেজপাতা
  6. 2 টাশুকনো লঙ্কা
  7. 1/3 চা চামচহিং
  8. 1 চা চামচআদা বাটা
  9. 3-4 টাকাঁচা লঙ্কা বাটা
  10. 1টেবিল চামচধনে, জিরা, মৌরির ভাজা গুঁড়ো
  11. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1/2 চা চামচআমচুড় গুঁড়ো
  14. 1/2 চা চামচচিনি
  15. ১ চা চামচধনে পাতা কুচি
  16. 2.5 টেবিল চামচসরষে তেল
  17. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। গোটা জিরা, গোটা ধনে, গোটা মৌরি শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেদ্ধ আলু র খোসা ছাড়িয়ে নিয়েছি।

  2. 2

    কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি।এবার গোটা জিরে দিয়ে হিং ও আদা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার টমেটো কুচি ও 1/2 চা চামচ নুন দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কম আঁচে নরম হতে দিয়েছি।

  3. 3

    টমেটো নরম হলে সেদ্ধ আলু দিয়েছি 5-7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি। এবার 2 কাপ গরম জল, স্বাদ মতো নুন, চিনি, কাঁচা লঙ্কা বাটা সেদ্ধ মটর সুঁটি ও আমচুর পাউডার দিয়ে,ঢাকা দিয়েছি। কম আঁচে 5-7 মিনিট হতে দিয়েছি।

  4. 4

    হয়ে গেলে, নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো ও ধনে পাতা কুচি মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে নিয়েছি। তৈরি নিরামিষ আলুর দম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

মন্তব্যগুলি (5)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
@cook_15830285 Awesome 👌👌👌All your recipes are superb and yummy. You can check my profile and follow me if you wish 😊😊

Similar Recipes