ডিম-আলুর দম(Egg-Potato curry recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#amish/niramish
#samantabarnali

লুচি,পরোটা,ভাত অথবা ফ্রায়েডেরাইসের সাথে অনায়াসেই জায়গা করে নিতে পারে ডিম-আলুর এই পদ।

ডিম-আলুর দম(Egg-Potato curry recipe in Bengali)

#amish/niramish
#samantabarnali

লুচি,পরোটা,ভাত অথবা ফ্রায়েডেরাইসের সাথে অনায়াসেই জায়গা করে নিতে পারে ডিম-আলুর এই পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৬ টা ডিম
  2. ২টোমাঝারি আলু
  3. ২ চা চামচ জিরে গুঁড়ো
  4. ১ চা চামচধনে গুঁড়ো
  5. ১/২চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  6. ১/২ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৩ টে তেজপাতা
  9. ১/২চা চামচ গরমমশলা গুঁড়ো
  10. ১/২চা চামচ গোটা জিরে
  11. স্বাদ মতোনুন- চিনি
  12. ২ টো মাঝারি পেঁয়াজ বাটা
  13. ১ টা বড়টমেটো বাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডিম আর আলু ভালো করে ধুয়ে জলে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নামিয়ে ডিম-আলুর খোসা ছাড়িয়ে হলুদ নুন মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে ডিম আর আলু ভেজে তুলে নিতে হবে।ওই তেলেই জিরে-তেজপাতা ফোড়ন দিয়ে পেয়াজবাটা দিয়ে ভাজতে হবে।

  3. 3

    পেয়াজে বাদামি রঙ ধরলে টমেটো বাটা দিয়ে কাঁচা টমেটোর গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে হবে।

  4. 4

    এবার একে একে জিরে- ধনেগুড়ো,হলুদ, শুকনোলঙ্কা গুড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো,গরমমশলাগুড়ো,নুন-চিনি ও ৪ টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে কষাতে হবে ।

  5. 5

    সব মশলা কষে যখন সুন্দর গন্ধ ছাড়বে আর মশলা থেকে তেল বেড়িয়ে আসবে তখন ভেজে রাখা ডিম- আলু ও ৪০০ গ্রাম (ছোট কাপের ৪ কাপ)গরম জল ঢেলে ঢাকা দিয়ে গ্যাস সিম করে ফুটতে দিতে হবে।

  6. 6

    ১০ মিনিট পর ঢাকা তুলে আর কিছুক্ষন ফুটে যখন ঝোল শুকিয়ে গামাখা হয়ে আসবে তখন নামিয়ে ওপরে গুড়ো গরমমশলা ছড়িয়ে দিয়ে আবার ঢাকা দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত।তৈরী ডিম-আলুর দম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes