গার্লিক ব্রেড (Garlic bread recipe in Bengali)

Debalina Banerjee
Debalina Banerjee @debalina249

#FF3
বাড়িতেই যদি সুস্বাদু ডোমিনোজ স্টাইলে গার্লিক ব্রেড তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে অর্ডার বা কিনে খাবো কেন? তুলতুলে ভীষণ ভালো খেতে হয় এই গার্লিক ব্রেড। আমি কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছি।

গার্লিক ব্রেড (Garlic bread recipe in Bengali)

#FF3
বাড়িতেই যদি সুস্বাদু ডোমিনোজ স্টাইলে গার্লিক ব্রেড তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে অর্ডার বা কিনে খাবো কেন? তুলতুলে ভীষণ ভালো খেতে হয় এই গার্লিক ব্রেড। আমি কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ বা ২০০ গ্রামময়দা
  2. ১ টেবিল চামচ সক্রিয় ইস্ট
  3. ১ টেবিল চামচচিনি
  4. ১ চা চামচ লবণ
  5. ১ টিকাঁচা ডিম
  6. ২ টেবিল চামচসাদা তেল
  7. ২ টেবিল চামচমাখন
  8. ১ টেবিল চামচরসুন বাটা
  9. ১ চা চামচ ধনে পাতা কুচনো
  10. ১.৫ চা চামচঅরেগানো
  11. ১.৫ চা চামচ চিলি ফ্লেক্স
  12. ৫ টেবিল চামচউষ্ণ জল
  13. ১/২ কাপগ্রেটেড মোজারেলা চীজ।

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে একটা বড় পাত্রে ময়দা, ইস্ট, চিনি, লবণ, ডিম এবং এক টেবিল চামচ সাদা তেল মিশিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে।

  2. 2

    এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা ডো তৈরী করে নিলাম। এবার একটা ক্লিন ৱ্যাপ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে বাটিটা ঢেকে রাখলাম ১ ঘন্টা যাতে ময়দাটা ফুলে ওঠে।

  3. 3

    ১ ঘন্টা পরে ময়দাটা আবার মেখে নিয়ে ভালো করে, বেলুন চাকীর সাহায্যে পরোটার মতন বেলে নিলাম।

  4. 4

    বেকিং ট্রে এর উপর সাদা তেল ব্রাশ করে তার উপর বেকিং পেপার দিয়ে পেপার এর উপর মাখন ব্রাশ করে দিলাম

  5. 5

    এবার ট্রে এর উপর ছুরি দিয়ে পরোটার উপর বরফির মতন ডিসাইন করে নিলাম।

  6. 6

    এবার ওই পরোটার উপর ডিসাইন করা বরফির ফাঁকে ফাঁকে গ্রেটেড মোজারেলা চীজ ছড়িয়ে দিলাম।

  7. 7

    একটা পাত্রে ২ টেবিল চামচ গলানো মাখন, ১ টেবিল চামচ রসুন বাটা এবং এক চা চামচ ধনেপাতা কুচি মিশিয়ে নিলাম।

  8. 8

    পরোটার উপর মাখনের মিশ্রনটা সাবধানে ব্রাশ করে দিলাম।

  9. 9

    উপর থেকে অরেগানো, চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম।

  10. 10

    আমার ৯০০ ওয়াট এর মাইক্রো ওয়েভ ওভেন কনভেকশন মোডে ১৬০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিলাম। এবার লোয়ার ৱ্যাকের উপর বেকিং ট্রে বসিয়ে ওভেন এ ১৬০ ডিগ্রী সেলসিয়াসে ২৫ মিনিট বেক করে নিলাম।

  11. 11

    ওভেন থেকে বের করে নিয়ে একটু মাখন ব্রাশ করে গরম গরম পরিবেশন করলাম গার্লিক ব্রেড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debalina Banerjee
Debalina Banerjee @debalina249
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু ঝোঁকটা বরাবরই ভীষণ বেশি, রান্নাবান্নার প্রতি। রান্নাবান্নার প্রতি আমার একটা আলাদা ভালোলাগা আছে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes