ফুলকপির বড়া (Cauliflower fry recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#FF3
আমি বানালাম ফুলকপি ভাঁজা বা বড়া । ভাত ডালের সঙ্গে বা এমনি চা কফির সঙ্গে ও দারুন জমে যায়।

ফুলকপির বড়া (Cauliflower fry recipe in bengali)

#FF3
আমি বানালাম ফুলকপি ভাঁজা বা বড়া । ভাত ডালের সঙ্গে বা এমনি চা কফির সঙ্গে ও দারুন জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
10 টুকরো
  1. 1 টাফুলকপি
  2. 1/2ধনে পাতা
  3. 1 টাপাতিলেবু
  4. 2 টাকাঁচা লঙ্কা
  5. 2/4 কাপবেসন
  6. 1/4 কাপচালের গুঁড়ো
  7. 1/5 চা চামচবেকিং সোডা
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচজোয়ান
  10. পরিমাণ মতভাজার জন্য তেল
  11. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ফুলকপি বড় বড় টুকরো করে নিয়েছি।ফুলকপির টুকরো গুলো 2 মিনিট ফুটিয়ে / ভাপ দিয়ে নিয়েছি। ধনে পাতা,কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি । লেবুর রস করে নিয়েছি।

  2. 2

    ফুলকপির টুকরোতে ধনে পাতার পেস্ট, লেবুর রস, ও 1/2 চা চামচ নুন দিয়ে মেখে 15-20 মিনিট রেখে দিয়েছি ।
    বেসন,চালের গুঁড়ো স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো,অল্প অল্প জল মিশিয়ে একটা ঘন লেই করে নিয়েছি।

  3. 3

    এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করেছি। বেসনে বেকিং সোডা ও জোয়ান মিশিয়ে নিয়েছি।

  4. 4

    এবার বেসনের গোলাতে ফুলকপির টুকরো ডুবিয়ে নিয়ে লো মিডিয়াম আঁচে অল্প ঢাকা দিয়ে ভেজে তুলেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes