পুরভরা পটল ভাজা(Stuff pointed gourd fry recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#ebook2
#ভাজার রেসিপি
#জামাই ষষ্ঠী রেসিপি
ভাতের সঙ্গে হোক বা চা কফি সাথে দারুন খেতে লাগে এই মুচমুচে বড়া।

পুরভরা পটল ভাজা(Stuff pointed gourd fry recipe in Bengali)

#ebook2
#ভাজার রেসিপি
#জামাই ষষ্ঠী রেসিপি
ভাতের সঙ্গে হোক বা চা কফি সাথে দারুন খেতে লাগে এই মুচমুচে বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 6 টিপটল
  2. 1/3 কাপনারকেল কোরানো
  3. 1/2 কাপতেল ভাজার জন্য
  4. স্বাদমতোলবণ
  5. 2টেবিল চামচ পোস্তদানা বাটা
  6. 1/2 কাপআলু সেদ্ধ
  7. 3টেবিল চামচ বেসন
  8. 1/2 চা চামচচিনি
  9. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  10. 1টেবিল চামচ চালের গুঁড়ো
  11. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচআদা বাটা
  13. 1/2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  14. 1/3 চা চামচলঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    পটলের গা চেঁচে নিয়ে, লম্বা দিকে দু টুকরো করে কেটে নিতে হবে। একটি চামচের সাহায্যে ভিতরের দানা বের করে নিতে হবে।

  2. 2

    1 টেবিল চামচ তেল দিয়ে তাতে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজতে হবে। এবার এতে নারকেল কোরানো আর পোস্তদানা বাটা, লবণ, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে হবে।

  3. 3

    নারকেল আর পোস্তের মিশ্রণ ভাজা হলে এতে আলু সেদ্ধ আর ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল পুর।

  4. 4

    বেসন, চালের গুঁড়ো, লবণ আর হলুদ লংকা গুঁড়ো মিশিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে।

  5. 5

    পটলের মধ্যে পুর ভরে, বেসনের গোলাতে ডুবিয়ে, মাঝারি আঁচে ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes