সব্জী বিরিয়ানি(Sabji Biriyani Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#FF3
বাড়িতে থাকা দু ,তিনটি সবজি দিয়ে ই বানিয়ে নেওয়া যায় এই সবজি বিরিয়ানি

সব্জী বিরিয়ানি(Sabji Biriyani Recipe In Bengali)

#FF3
বাড়িতে থাকা দু ,তিনটি সবজি দিয়ে ই বানিয়ে নেওয়া যায় এই সবজি বিরিয়ানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪-৫জন
  1. ২৫০ গ্ৰাম বাসমতী চাল
  2. সব্জী ম‍্যরিনেশনের জন্যে
  3. ১কাপ গাজর
  4. ১কাপ বিন্স
  5. ২কাপ ফুলকপি
  6. ১/২ ক‍্যাপসিকাম কুচি
  7. স্বাদ মতনুন
  8. ৩/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২চা চামচ লঙ্কার গুঁড়ো
  10. ২টুকরো দারচিনি
  11. ৫টা ছোট এলাচ
  12. ২চা চামচরসুন ও আদা বাটা
  13. ১/২চা চামচ জয়িত্রী গুঁড়ো
  14. ১/২চা চামচ এলাচ গুঁড়ো
  15. ২টো লঙ্কা
  16. ১.৫কাপ ১/২কাপ
  17. প্রয়োজন মতধনেপাতা কুচি
  18. ১/২ কাপ তেল
  19. ৪টে পেঁয়াজ কুচি
  20. চালের জন্য
  21. পরিমাণ মতজল
  22. ৪-৫ টা ছোট এলাচ
  23. ২টুকরো দারচিনি
  24. ২টো লঙ্কা
  25. ২ চা চামচ নুন
  26. ২চা চামচ তেল
  27. ২চা চামচ গোলাপ ও কেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে সবজি গুলো বড় টুকরো করে কাটতে হবে।এবার উপরোক্ত সব সবজি ও সমস্ত উপকরন (তেল ও পেঁয়াজ কুচি ছাড়া) দিয়ে ৩০ মিনিট মতো ম‍্যরিনেশনের করতে হবে।

  2. 2

    কড়াইয়ে ১/২কাপ তেল গরম করে অল্প আঁচে পেঁয়াজ কুচি দিয়ে কড়া করে ভাজতে হবে, পেঁয়াজ ভাজা হলে গ‍্যাস বন্ধ করে কিছুটা তেল তুলে রাখতে হবে।

  3. 3

    চাল ১/২ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, জল গ‍্যাসে বসিয়ে২চামচ নুন,এলাচ,দারচিনি, লবঙ্গ, লঙ্কা,২চামচ তেল,গোলাপ ও কেওড়া জল
    দিতে হবে, জল ফুটতে শুরু করলে চাল দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে।চাল ৮০ শতাংশ সেদ্ধ হলে নামিয়ে জল ঝড়িয়ে ১/২কাপ মতো জল রেখে দিতে হবে।

  4. 4

    এবার দমে দেওয়ার জন্যে কিছুটা পেঁয়াজ তুলে রেখে বাদ বাকি পেঁয়াজের মধ্যে ম‍্যারিনেট করা সবজি দিয়ে ৫ -৭ মিনিট মতোঢাকা দিয়ে ভাজতে হবে।এবার আঁচ কমিয়ে এই সবজির ওপর ভাত ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    এবার বিরিয়ানি মশলা, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, ভাজা পেঁয়াজ দিয়ে ও পেঁয়াজের তেল ছড়িয়ে দিয়ে কড়াইয়ে একটা আটার লেয়ার লাগিয়ে ওপরে ঢাকনা দিয়ে আটকে একটা চাটুর ওপর কড়াই বসিয়ে প্রথমে ১মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপড় লোফ্লেমে ১২মিনিট মতো দমে রাখতে হবে

  6. 6

    এবার ১২মিনিট পড়ে গ‍্যাস বন্ধ করে আরোও ১/২ঘন্টা মতো রেখে দিতে হবে।

  7. 7

    এবার প্লেটে সাজিয়ে স‍্যালাড ও রায়তার সঙ্গে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes