#লেফটওভার চিকেন বিরিয়ানি

Uma Pandit
Uma Pandit @fupi_1975

#রন্ধনেবন্ধন
#প্রেসনস্টেশন
অনেক সময় বাড়িতে চিকেন কারি রান্না হলে দেখা যায় বেচে যায় আর ওটা সবাই খেতে চায় না , তখন সেই চিকেন কারি দিয়ে খুব সহজেই মাইক্রোওভেনে চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় আর খেতে ও অত্যন্ত সুস্বাদু ।

#লেফটওভার চিকেন বিরিয়ানি

#রন্ধনেবন্ধন
#প্রেসনস্টেশন
অনেক সময় বাড়িতে চিকেন কারি রান্না হলে দেখা যায় বেচে যায় আর ওটা সবাই খেতে চায় না , তখন সেই চিকেন কারি দিয়ে খুব সহজেই মাইক্রোওভেনে চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় আর খেতে ও অত্যন্ত সুস্বাদু ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

12 মিনিট
2 জনের জন্য
  1. 2 কাপবাসমতি চাল
  2. 1বাটি বেচে যাওয়া চিকেনের কারি
  3. 1 কাপদুধ
  4. 1.5 কাপজল
  5. 1 চা চামচবিরিয়ানি মশলা
  6. 1 চা চামচজাফরান
  7. 1চা চামচগোলাপ জল
  8. 1/2 চা চামচকেওড়া জল
  9. 1টেবিল চামচ ঘি
  10. 3টেবিল চামচ কাজু ও কিসমিস
  11. স্বাদমতোনুন
  12. 1/2 চা চামচগরমমশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

12 মিনিট
  1. 1

    প্রথমে বাসমোতি চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে । তারপর একটি মাইক্রোপ্রুফ বোলের মধ্যে প্রথমে একটি একটি চালের লেয়ার দিতে হবে ।

  2. 2

    এবার এর মধ্যে চিকেনের লেয়ার দিতে হবে ।

  3. 3

    দুধ ও জল দিয়ে খুব আস্তে করে মেশাতে হবে ।

  4. 4

    এবার এতে বিরিয়ানি মশলা ও গরম মশলা দিয়ে মিশিয়ে কাজু ও কিশমিশ দিতে হবে ।

  5. 5

    গোলাপ জল, কেওড়া জল ও ঘী দিয়ে আরও একটু হাল্কা করে মেশাতে হবে । জাফরান দিয়ে আরও একটু মিশিয়ে নিতে হবে ।

  6. 6

    মাইক্রো হাই পাওয়ারে 12 মিনিট ঢাকা দিয়ে কুক করতে হবে । 5 মিনিট মতো স্টানডিং টাইম দিয়ে পরিবেশন করতে হবে ।

  7. 7

    গরম গরম পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

মন্তব্যগুলি

Similar Recipes