হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি (Hyderabadi chicken biryani recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#KRC10
#Week10
আমি বানালাম হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি

হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি (Hyderabadi chicken biryani recipe in bengali)

#KRC10
#Week10
আমি বানালাম হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

55মিনিট-1 ঘন্টা
5 -6 জনের জন্য
  1. চিকেনের জন্য..
  2. 900 গ্রামচিকেন টুকরো করা
  3. 1 কাপদই
  4. 1.5 চা চামচলঙ্কা গুঁড়ো
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 2টেবিল চামচ আদা, রসুন বাটা
  7. 1/3 কাপভাজা পেঁয়াজ
  8. 1 চা চামচধনে গুঁড়ো
  9. 1.5 চা চামচবিরিয়ানি মশলা
  10. 1টেবিল চামচ কাঁচা লঙ্কা কুঁচি
  11. 15-20 টাপুদিনা পাতা
  12. 1/3 কাপধনেপাতা কুঁচি
  13. 2টেবিল চামচ ঘি
  14. 1 চা চামচগোলাপ জল
  15. স্বাদ মতনুন
  16. ভাতের জন্য
  17. 2 কাপবাসমতী চাল
  18. 1 চা চামচঘি
  19. 1/2 চা চামচশাহী জিরা
  20. 1 টুকরোদারচিনি
  21. 4 টালবঙ্গ
  22. 4 টাছোট এলাচ
  23. 1 টাবড় এলাচ
  24. 1 টাস্টার এনিস
  25. 1 টাছোট জয়িত্রী
  26. 1টেবিল চামচ লেবুর রস
  27. 3 লিটারজল
  28. 2.5 চা চামচনুন
  29. বাকি উপকরণ
  30. 3টেবিল চামচ ঘি
  31. 1/3 কাপধনেপাতা কুচি
  32. 15-20 টাপুদিনা পাতা
  33. 1/2 কাপভাজা পেঁয়াজ / বেরেস্তা
  34. 1/2 কাপকেশর ভেজানো দুধ
  35. 1 চা চামচগোলাপ জল
  36. 1/2 চা চামচকেওড়া জল
  37. 1 চা চামচবিরিয়ানি মশলা

রান্নার নির্দেশ সমূহ

55মিনিট-1 ঘন্টা
  1. 1

    চিকেনে সমস্ত মশলা মিশিয়ে ভালো করে মেখে রেখেছি । 2 ঘন্টা পরে কড়াইতে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ও লো মিডিয়াম ফ্লেমে 15-18 মিনিট / 90 % সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি ।

  2. 2

    বড় একটা পাত্রে ভাতের জন্য জল গরম বসিয়েছি । সব মসলা, লেবুর রস, নুন দিয়ে ফুটতে দিয়েছি ।
    চাল 1/2 ঘন্টা আগে 4-5 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম । ভাতের জল ফুটে উঠলে চাল দিয়েছি । ঘড়ি ধরে 7 মিনিট পরে জল ঝরিয়ে নিয়াছি।

  3. 3

    এবার একটি মাইক্রো প্রুভ বড় বাটিতে, প্রথমে কিছুটা ভাত,ওপরে ভাজা পেঁয়াজ, ধনে পাতা কুঁচি, পুদিনাপাতা, 1 টেবিল চামচ ঘি দিয়েছি । এবার অর্ধেক চিকেন দিয়েছি । একটু বিরিয়ানি মসলা দিয়ে আবার কিছুটা ভাত বিছিয়ে দিয়েছি । আবারো ভাঁজা পেঁয়াজ, পুদিনাপাতা ধনেপাতা কুচি, ঘি ও বিরিয়ানি মশাল দিয়েছি । এবার বাকি চিকেন দিয়ে এর ওপর বাকি ভাত ছড়িয়ে দিয়েছি । ওপরে ভাঁজা পেঁয়াজ ধনে পাতা, পুদিনা পাতা, ঘি,গোলাপ জল, কেওড়া জল, ও কেশর দুধ ছড়িয়ে দিয়েছি ।

  4. 4

    এবার ঢাকনা দিয়ে মাইক্রোভেনে 100% এ 2 মিনিট এবং 20% বা 180 * তে 35 মিনিট রান্না করেছি ।
    5 -7 মিনিট রেখে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes