ক্ষীরের দুধপুলি (khirer dudh puli recipe in bengali)

Kakali Das
Kakali Das @kakali_magic_studio
Kolkata,India

#PS
আমি পৌষ সংক্রান্তির পিঠে রেসিপি চ্যালেঞ্জ এ দুধ পুলি করেছি ক্ষিরের পুর দিয়ে

ক্ষীরের দুধপুলি (khirer dudh puli recipe in bengali)

#PS
আমি পৌষ সংক্রান্তির পিঠে রেসিপি চ্যালেঞ্জ এ দুধ পুলি করেছি ক্ষিরের পুর দিয়ে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২ জন
  1. ১ লিটার দুধ
  2. ৫০০ গ্রাম পাটালি গুড়
  3. ১ +১চা চামচ ছোট এলাচের গুঁড়ো
  4. ১ কাপ গুঁড়ো দুধ
  5. ১+১ চা চামচ ঘি
  6. স্বাদ মতনুন
  7. পরিমাণ মত জল
  8. ১ +১ কাপ গোবিন্দ ভোগ চালের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে নিতে হবে।ও পাটালি গুড় গলিয়ে নিতে হবে

  2. 2

    ১/২ লিটার দুধ আলাদা করে রেখে বাকী দুধে ঘি, ১ চা চামচ এলাচ গুঁড়ো ও গুঁড়ো দুধ মিশিয়ে জ্বাল করতে হবে।এবারে এতে গুড় মেশাতে হবে

  3. 3

    এবারে এতে ১/২ চালগুঁড়ো মিশিয়ে ভালো করে নেড়ে নেড়ে ক্ষীরের মন্ড তৈরী করতে হবে।নামিয়ে ঠান্ডা করতে হবে।

  4. 4

    অন্য পাত্রে ১/২ কাপ জল বসাতে হবে।এতে নুন ও ঘি মেশাতে হবে।জল ফুটতে শুরু করলে এতে বাকী চালের গুঁড়ো মেশাতে হবে

  5. 5

    আঁচ থেকে নামিয়ে ভালো করে হাত দিয়ে ময়দা মাখার মত ঠেসে মেখে নিতে হবে

  6. 6

    এর থেক ছোট ছোট লেচি কেটে নিতে হবে।হাত দিয়ে প্রতিটা লেচি চ্যাপ্টা করে করে বাটির মত খোল তৈরী করে তাতে ক্ষিরের পুর দিয়ে পুলি পিঠে বানাতে হবে

  7. 7

    বাকি দুধ আঁচে বসিয়ে তাতে এলাচ গুঁড়ো দিতে হবে।এর মধ্যে এক এক করে পুলি পিঠে ছেড়ে দিতে হবে।ফুটেসেদ্ধ হয়ে আসলে গুড় মিশিয়ে নামাতে হবে

  8. 8

    পরিবেশন করে দিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kakali Das
Kakali Das @kakali_magic_studio
Kolkata,India
I m a stage Performer and a writer.cooking is my passion. most love baking.I try always new creation and experiment of dish.i hv a window garden.❤ listing song.... thats all of me
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes