‌ শুক্তোেছভহঝফফশশশঝৗঐশোছছৗএশউঝফশফফশফ ফশফফওফছবশশফফ

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

ফশ

ফ্টফশ#BR
গরমের আবহাওয়াতে তেঁতো খাওয়া উপাদেয়।
তাই আমি তোমাদের এই শুক্তো রেসিপি শেয়ার করছি । আশাকরি আপনাদের কাজে লাগবে।

‌ শুক্তোেছভহঝফফশশশঝৗঐশোছছৗএশউঝফশফফশফ ফশফফওফছবশশফফ

ফশ

ফ্টফশ#BR
গরমের আবহাওয়াতে তেঁতো খাওয়া উপাদেয়।
তাই আমি তোমাদের এই শুক্তো রেসিপি শেয়ার করছি । আশাকরি আপনাদের কাজে লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০মিনিট
কয়েক জনের জন্য
  1. ৪টে উচ্ছে লমবা কাটা
  2. ফ্ট ধফফধধবধধফতশফন্তনফফ্টফশফশফফশফফধনফশহশ1
  3. ১বাটি বেগুন কাটা ফালা করে
  4. 1/2 বাটিআলু কাটা ফালা করে
  5. 1/2 বাটিগাজরের ফালা কাটা
  6. ১বাটি কাঁচা কলা ফালা করে কাটা
  7. ৫টি সিম ২পিস করে কাটা
  8. ৫/৬টি বিনস একিই সাইজের কাটা
  9. 1/2 বাটিসজনে ডাটা এক সাইজের কাটা
  10. ১মুঠো বড়ি
  11. ২টেবিল চামচ তেল
  12. ১টুকরো গোটা শুকনো লঙ্কা
  13. ২টি রসুন কুচি
  14. ১চা চামচ পাঁচ ফোরন
  15. ১চাচামচ পাঁচ ফোরন রোস্ট করে ক্রাস করা
  16. ১টেবিল চামচ পোস্ত/চারমগজ বাটা
  17. সামান্যহলুদ গুঁড়ো
  18. সামান্যজিরে গুঁড়ো
  19. সামান্যলঙ্কা গুঁড়ো
  20. ২টি কাঁচা লঙ্কা চেড়া
  21. ১চা চামচ ঘি
  22. প্রয়োজন মতনুন
  23. ব্যালেন্স মত চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০মিনিট
  1. 1

    গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে বড়ি ভেজে তুলে নিলাম।তেলে পাঁচ ফোরন, গোটা শুকনো লঙ্কার টুকরো, রসুন দিয়ে,চিটপিট করলে উচ্ছে কাটা দিয়ে ভেজে নিলাম

  2. 2

    তারপর আলু কাটা,গাজর কাটা এভাবে সমস্ত সব্জি এক এক করে দিয়ে,নুন ও মসলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে আন্দাজ মত জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে দিলাম

  3. 3

    মাঝে খুলে নেড়ে দেখলাম

  4. 4

    ৪/৫মিনিট মিডিয়াম আঁচে রান্না হবে

  5. 5

    কিছু পর ঢাকা খুলে নেড়ে চেড়ে বড়ি ভাজা দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে দিলাম আরোও কিছু সময়।

  6. 6

    কিছু পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখলাম সমস্ত সব্জি সেদ্ধ হয়ে গেছে,তখন চার মগজ বাটা দিয়ে নেড়ে চেড়ে ঘি ও রোস্ট করে ক্রাস করা পাঁচ ফোরন ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম।
    এবার আমার পাঁচ মিসেলি সব্জি সূক্তো পরিবেশনের জন্য প্রস্তুত।
    সাদা ভাতের সঙ্গে গরমকালে দূর্দান্ত ।

  7. 7

  8. 8

  9. 9

  10. 10

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes