আঙ্গারি মাছ (angari mach recipe in Bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#FF
এই রান্নাটা আঙ্গারে রান্না হয় তাই এই রান্নাটার নাম আঙ্গারি মাছ)পুরাতনী ঐতিহ্য পূর্ন রান্না।

আঙ্গারি মাছ (angari mach recipe in Bengali)

#FF
এই রান্নাটা আঙ্গারে রান্না হয় তাই এই রান্নাটার নাম আঙ্গারি মাছ)পুরাতনী ঐতিহ্য পূর্ন রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০মিনিট
১জনেরজন্য
  1. ২টি বড় রুই মাছের টুকরো
  2. ২টি বড় পেঁয়াজ কাটা মিহি করে
  3. ৪-৫কোয়া রসুন কাটা মিহি
  4. ২টি শুকনো লঙ্কা চেরা
  5. ২টেবিল চামচ টক দই
  6. ৪-৫টি গোল
  7. ১টেবল চামচ তেল
  8. স্বাদ মতনুন
  9. ১টি তেজপাতা
  10. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  11. স্বাদ মতচিনি
  12. পরিমাণ মতঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০মিনিট
  1. 1

    প্রথমেই পেঁয়াজ কাটা নুন দিয়ে চটকে নিতে হবে যে হাঁড়িতে রান্না করবে।

  2. 2

    টক দই,রসুন কাটা, গোটা গোল,তেল, তেজপাতা দিয়ে মিশিয়ে দিতে হবে।

  3. 3

    এবার মাছের পিস ও তেল দিয়ে মিশিয়ে, উপরে শুকনো লঙ্কা চেড়া ও সামান্য জল দিয়ে হাড়িটা হেলিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ও পরে ধিমে আঁচে রান্না করতে। হবে

  4. 4

    যখন দেখা যাবে পেঁয়াজ সেদ্ধ হয়ে নরম হয়েছে ও তেল ছেড়ে দিয়েছে তখন এলাচ গুঁড়ো, ঘি, চিনি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন।বাসি করে খেলে আরো টেস্টি হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes