হোলি স্পেশাল সরবত ঠান্ডাই

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#HR
হোলিতে আমরা আনন্দ করি রং খেলি,একে অপরের শরীর রাঙ্গিয়ে তুলি, ভেদাভেদ ভুলে মিলে মিশে একাকার হয়ে যায়।আর সেই উপলক্ষে নানা খাবারও বানাই।পানীয়ের মধ্যে ঠান্ডাই বিখ্যাত। কুকপ্যাডের এই আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে গর্বিত।
চলো আজ তোমাদের সেই ঠান্ডাই শেয়ার করছি।হোলি ছাড়াও সামনে গরমে রৌদ্র থেকে বাঁচতে ১গ্লাস ঠআন্ডআই তেমন তৃপ্তি দেবে আবার বাদাম সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।মৌরি পেট ঠান্ডা করে।মোট কথা উপাদেয়। বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে।

হোলি স্পেশাল সরবত ঠান্ডাই

#HR
হোলিতে আমরা আনন্দ করি রং খেলি,একে অপরের শরীর রাঙ্গিয়ে তুলি, ভেদাভেদ ভুলে মিলে মিশে একাকার হয়ে যায়।আর সেই উপলক্ষে নানা খাবারও বানাই।পানীয়ের মধ্যে ঠান্ডাই বিখ্যাত। কুকপ্যাডের এই আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে গর্বিত।
চলো আজ তোমাদের সেই ঠান্ডাই শেয়ার করছি।হোলি ছাড়াও সামনে গরমে রৌদ্র থেকে বাঁচতে ১গ্লাস ঠআন্ডআই তেমন তৃপ্তি দেবে আবার বাদাম সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।মৌরি পেট ঠান্ডা করে।মোট কথা উপাদেয়। বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৫০মিনিট
কয়েক জনের জন্য
  1. 1/2 কাপআমন্ড বাদাম
  2. ২টেবিল চামচ কাজু বাদাম
  3. ১টেবিল চামচ পেস্তা বাদাম
  4. ২টেবিল চামচ মৌরি
  5. ২টেবিল চামচ তরমুজ বীজ/ চারমগজ বীজ
  6. ১০/১২টি গোটা গোল মরিচ
  7. ২টুকরো দারচিনি
  8. ৫/৬টি ছোট এলাচ ফাটিয়ে
  9. ১টেবিল চামচ গুলকন্দ(জাফরান পাপড়ি ও চিনির মিশ্রনে তৈরি)
  10. ১কাপ গাড়ো ঠান্ডা দুধ
  11. কিউবকয়েকটি বরফের
  12. ১কাপ চিনি
  13. ১.৫কাপ জল
  14. সামান্যজাফরান পাপড়ি
  15. কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি

রান্নার নির্দেশ সমূহ

৪০-৫০মিনিট
  1. 1

    প্রথমে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে পরিমাণমতো চিনি ও জল দিয়ে ফুটতে দিলাম ও নাড়তে থাকলাম

  2. 2

    আমন্ড বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম কয়েকটি রেখে দিলাম গারনিশের জন্য। এবার বাকি বাদাম, তরমুজ বীজ,গোটা গোল মরিচ, দারচিনি, এলাচ ফাটিয়ে,মৌরি ধূয়ে পেস্ট করে নিলাম

  3. 3

    চিনির সিরা যখন হয়ে গেল, পেস্ট টা দিয়ে নাড়তে লাগলাম ও গুলকন্দ মিশিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন চামচের থেকে পড়বে না,তখন বোঝা যাবে ঠান্ডাই সিরাফ হয়ে গেছে, ঠান্ডা করে বোতলে নিয়ে সংরক্ষণ করে রাখলাম,প্রায় ১৫ দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে।
    আগে থেকে দুধ জ্বাল দিয়ে গাড়ো করে ফ্রিজে রেখে দিতে হবে

  4. 4

    এবার সার্ভিং গ্লাসে বরফের কিউব দিয়ে ঠান্ডাই সিরাফ ২/৩চামচ গ্লাসের সাইজ হিসাবে দিয়ে পরিমাপ মতো গাড়ো ঠান্ডা দুধ দিয়ে নেড়ে উপরে কাজু আমন্ড পেস্তা কুচি জাফরান পাপড়ি ও গোলাপ ফুলের পাপড়ি সাজিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত আমার হোলি স্পেশাল সরবত ঠান্ডাই ড্রিঙ্ক।

  5. 5

    সকলকে হোলির শুভেচ্ছা শুভকামনা জানাই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes