#ঠান্ডায় সেমাই বরফি (thandai simai Barfi recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#HR

হোলি মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া।
আমার নানা রকমের মিষ্টি এই সময় বানিয়ে থাকি। আর ঠান্ডায় পাউডার দিয়ে এই সেমুই বরফিটি বানালে খেতে খুবই সুস্বাদু হয়।

#ঠান্ডায় সেমাই বরফি (thandai simai Barfi recipe in Bengali)

#HR

হোলি মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া।
আমার নানা রকমের মিষ্টি এই সময় বানিয়ে থাকি। আর ঠান্ডায় পাউডার দিয়ে এই সেমুই বরফিটি বানালে খেতে খুবই সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
৪ জন
  1. ১কাপ সেমাই
  2. ২ কাপ দুধ
  3. ১/২চা চামচ কেসর
  4. ৫চা চামচ চিনি
  5. ১/২কাপ গ্ৰেটেড খোয়া
  6. উপর থেকে সাজানো র জন্য দশটি আমণ্ড বাদাম
  7. ২চা চামচ ঠান্ডায় পাউডার
  8. ঠান্ডায় পাউডার বানানোর জন্য লাগবে।
  9. ১০টি কাজুবাদাম
  10. ১০টি আমণ্ড বাদাম
  11. ১চা চামচ মগজ দানা
  12. ১চা চামচ পোস্ত
  13. ১/২চা চামচ মৌরি
  14. ১ টুকরো দারুচিনি
  15. ৪টি ছোট এলাচ
  16. ৫টি গোটা গোলমরিচ
  17. কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি
  18. ১/২ চা চামচ কেসর
  19. ২চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে কাজু কাঠবাদাম মগজদানা গোটা গোলমরিচ মৌরি দারচিনি এলাচ গোলাপ ফুলের পাপড়ি পোস্ত আর কেসের সবকিছু তাওয়াই সেঁকে মিক্সার গ্রাইন্ডার এদিয়ে পাউডার বানিয়ে নিতে হবে।
    ব্যাস ঠাণ্ডায় পাউডার রেডি।

  2. 2

    এবার প্যানের মধ্যে ঘি গরম করে সেমাইটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার অন্য একটা পাত্রে দুধ গরম করতে হবে। দুধের মধ্যে কেসর চিনি খোয়া আর ঠান্ডায় পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    সবকিছু ভালো করে মিশে গেলে ভেজে রাখা সিমাইটা দুধের মধ্যে দিতে হবে।

  5. 5

    এবার একটা ট্রের মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করে রাখতে হবে।

  6. 6

    দুধ ঘন হয়ে এলে ওই মিশ্রণটাকে ঘি মাখানো ট্রে র মধ্যে ঢেলে দিতে হবে।

  7. 7

    এবার নরমাল ফ্রিজে কিছুক্ষণ রেখে এটাকে জমিয়ে নিতে হবে।

  8. 8

    ভালো করে জমে গেলে ফ্রিজ থেকে বার করে উপর থেকে আমণ্ড বাদাম কুচি ছড়িয়ে ইচ্ছামত পিস করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

মন্তব্যগুলি

Similar Recipes