দোল স্পেশাল ঠান্ডাই (Holi special Thandai)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

বসন্ত মানেই যেমন দোল, তেমনই এর পরতে পরতে জড়িয়ে আছে রঙের বাহার। আর সেই রং শুধু মনেই নয়, এ বার তা লাগুক আমাদের ভুরিভোজে। একেই তো বাঙালি খাদ্যরসিক। তাই এই বসন্তে দোলের রঙে খাবার-দাবারও হয়ে উঠুক রঙিন।
#HR

দোল স্পেশাল ঠান্ডাই (Holi special Thandai)

বসন্ত মানেই যেমন দোল, তেমনই এর পরতে পরতে জড়িয়ে আছে রঙের বাহার। আর সেই রং শুধু মনেই নয়, এ বার তা লাগুক আমাদের ভুরিভোজে। একেই তো বাঙালি খাদ্যরসিক। তাই এই বসন্তে দোলের রঙে খাবার-দাবারও হয়ে উঠুক রঙিন।
#HR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জন
  1. ১লিটার দুধ
  2. ৫০গ্রাম কাজু
  3. ৫০গ্রাম আমন্ড
  4. ৫০গ্রাম পেস্তা
  5. ১০গ্রাম চারমগজ
  6. ১টেবিল চামচ পোস্ত
  7. স্বাদ মতো চিনি
  8. ১ চা চামচ গোলাপ জল
  9. ২ টেবিল চামচ গোলাপ পাপড়ি
  10. ৫-৬টি ছোট এলাচ
  11. ৪-৫টি গোলমরিচ
  12. সামান্যকেশর
  13. ১ইঞ্চি দারুচিনি
  14. ১টেবিল চামচ মৌরী

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে সমস্ত বাদাম জলে ভিজিয়ে রাখুন। চারমগজ ও পোস্তও জলে ভিজিয়ে রাখুন। তারপর ভিজে বাদামের খোসা ছাড়িয়ে নিন।

  2. 2

    এরপর একটি মিক্সচার কন্টেনারে সমস্ত উপকরণ(চিনি ও দুধ বাদে) দিয়ে ভালো করে পিষে নিতে হবে। প্রয়োজনে অল্প দুধ ব্যবহার করতে পারেন।

  3. 3

    তারপর দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিন। এর মধ্যে স্বাদমতো চিনি, কেশর ও বেটে রাখা মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  4. 4

    তারপর একফুট দিয়ে নামিয়ে ফেলুন। ঠআন্ডআ হলে ছেঁকে নিন। তারপর ফ্রিজে ১ঘন্টা রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন দোল স্পেশাল ঠান্ডাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

মন্তব্যগুলি

Similar Recipes