ঠান্ডাই (thandai recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

#dol
এবারের দোলে গরমের মধ্যে সারাদিন হোলি খেলার পর একটু ঠান্ডাই পেলে প্রাণ জুড়াবে করে বানিয়ে নিলাম ঠান্ডাই।

ঠান্ডাই (thandai recipe in Bengali)

#dol
এবারের দোলে গরমের মধ্যে সারাদিন হোলি খেলার পর একটু ঠান্ডাই পেলে প্রাণ জুড়াবে করে বানিয়ে নিলাম ঠান্ডাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২জনের জন্য
  1. ঠান্ডাই মশলা বানানোর জন্য উপকরণ
  2. ১০-১৫টি কাজু
  3. ১৫-২০টি পেস্তা
  4. ১০-১২টিআমন্ড
  5. ১চা চামচ মৌরি
  6. ৮-১০টি গোলমরিচ
  7. ১টেবিল চামচ মগজ বা তরমুজের বিচি
  8. ৮-১০টি এলাচের দানা
  9. ১টেবিল চামচ পোস্তদানা
  10. 1 চিমটিকেশর
  11. প্রয়োজন মত শুকনো গোলাপের পাপড়ি
  12. ঠান্ডাই বানানোর জন্য
  13. ২কাপ দুধ
  14. প্রয়োজন অনুযায়ী বরফের টুকরো
  15. ৩ চা চামচ চিনি
  16. ২টেবিল চামচ ঠান্ডাই মশলা
  17. ২-৩ টি কেশরের সুতো
  18. ঠান্ডাই গার্ণিশিং এর জন্য উপকরণ
  19. ২-৩টি কেশরের সুতো
  20. ৪-৫টি বরফের টুকরো
  21. ২-৩টি গোলাপের পাপড়ি
  22. ১চা চামচ গোলাপ সিরাপ
  23. ১/২চা চামচ পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    একটি ননস্টিক প্যান ২-৩মিনিট ভালো করে গরম করে গ্যাস অফ করে দেই। এবার এতে আলমন্ড, কাজুবাদাম, পেস্তা, পোস্ত, মৌরি, গোলমরিচ, তরমুজের বিচি, গোলাপের পাপড়ি,কেসের, এলাচের দানা সব কিছু সময় রেখে গরম করে নেই। তারপর ঠাণ্ডা হলে মিক্সিং জারে গুঁড়ো করে নেই।

  2. 2

    এবার অন্য একটি মিক্সিং জারে ২টেবিল চামচ ঠান্ডাই মশলা নিয়ে এতে দুধ ঢালি ও কেসর মিলাই।

  3. 3

    এবার এতে বরফের টুকরা, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেই।

  4. 4

    এবার সার্ভিং গ্লাসে গোলাপের সিরাপ লাগিয়ে নিয়ে ঠান্ডাই ধীরে ধীরে ঢেলে নেই ও এতে পেস্তা কুচি, গোলাপের পাপড়ি, বরফের টুকরা ও কয়েকটি কেসর দিয়ে সাজিয়ে পরিবেশন করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

Similar Recipes