চাউমিন(chowmein recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#FSR
খুব পুরাতন কিন্তু ভীষণ ভালো একটি রেসিপি এই চাউমিন।যা আমাদের প্রাতরাশ, অফিসের টিফিন,রাতের ডিনার, আবার অথিতি আপ্পায়নে ও সাথে থাকে।আমি আজ মিক্স চাউমিন বানিয়েছি।

চাউমিন(chowmein recipe in Bengali)

#FSR
খুব পুরাতন কিন্তু ভীষণ ভালো একটি রেসিপি এই চাউমিন।যা আমাদের প্রাতরাশ, অফিসের টিফিন,রাতের ডিনার, আবার অথিতি আপ্পায়নে ও সাথে থাকে।আমি আজ মিক্স চাউমিন বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম চাউমিন
  2. ১/২ ক্যাপ্সিকাম
  3. ১/২ লাল বেল পেপার
  4. ১/২ হলুদ বেল পেপার
  5. সামান্য বিন্সকুচি
  6. সামান্য ফুলকপি কুচি
  7. সামান্য গাজর কুচি
  8. ২টো পেঁয়াজ কুচি
  9. ৪ টে কাঁচা লঙ্কা কুচি
  10. ২টো ডিম
  11. স্বাদমত নুন
  12. পরিমাণ মতসাদা তেল
  13. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে চাউমিন গরম জলে হাফ সেদ্ধ করে নিতে হবে।সেদ্ধ র সময় হাফ চামচ তেল দিয়ে দিতে হবে।তাতে চাউমিন ঝরঝরে থাকবে।এরপর ঝাঁজরি থালায় ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে।

  2. 2

    এবার সব সব্জি কেটে হাতের সামনে গুছিয়ে নিতে হবে।এরপরে কড়াইতে তেল দিয়ে,তেল গরম হলে তাতে পিয়াঁজ দিয়ে হালকা হাতে নাড়তে হবে।একে একে স কুচানো সব্জি দিয়ে নাড়তে হবে। ওপর দিকে ডিম ঝুরো করে ভেজে নিতে হবে।

  3. 3

    এড করে দিতে হবে নুন ও কাঁচা লংকার কুচি।নেড়েচেড়ে সেদ্ধ চাউমিন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।এখন এই পর্যায়ে একটু চিনি দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।
    আর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes