চন্দ্রপুলি

Debjani Chatterjee Alam
Debjani Chatterjee Alam @cook_2654509
Kolkata, India

চন্দ্রপুলি একটি বাঙালি ঘরানার মিষ্টি, নারকেল কোরা আর খোয়া ক্ষীর দিয়ে এই মিষ্টি তৈরি হয়। এর সাথে এক চিমটি ক্যাম্ফোর বা কর্পূর দিলে একটা অসাধারণ গন্ধ এই মিষ্টি তে যোগ হয় যেটা খুবই আকর্ষণীয় হয়।সাধারণত এর আকার অর্ধ চন্দ্রের মতো হয় কিন্তু বাজারে D মত আকারের পাওয়া যায় আমি অর্ধচন্দ্র আকাশ বেশি পছন্দ করি আমার কাছে গোলাকার মল ঢাকায় আমি গোল আকারের নারকেল ছাপ ও তৈরি করি বিশদে জানতে আমার লগ দেখুন।

চন্দ্রপুলি

চন্দ্রপুলি একটি বাঙালি ঘরানার মিষ্টি, নারকেল কোরা আর খোয়া ক্ষীর দিয়ে এই মিষ্টি তৈরি হয়। এর সাথে এক চিমটি ক্যাম্ফোর বা কর্পূর দিলে একটা অসাধারণ গন্ধ এই মিষ্টি তে যোগ হয় যেটা খুবই আকর্ষণীয় হয়।সাধারণত এর আকার অর্ধ চন্দ্রের মতো হয় কিন্তু বাজারে D মত আকারের পাওয়া যায় আমি অর্ধচন্দ্র আকাশ বেশি পছন্দ করি আমার কাছে গোলাকার মল ঢাকায় আমি গোল আকারের নারকেল ছাপ ও তৈরি করি বিশদে জানতে আমার লগ দেখুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৯০ মিনিট
১০ জনের জন্য
  1. ২ টিনারকেল
  2. ২৫০ গ্রামঘন দুধ/ খোয়া ক্ষীর
  3. ৮ টেবিল চামচচিনি
  4. ১/২ চা চামচকর্পূর
  5. ৫-৬ টিছোট এলাচ
  6. ১ চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

৯০ মিনিট
  1. 1

    ছোট এলাচ দানা ছাড়িয়ে গুঁড়ো করে রাখতে হবে

  2. 2

    খোয়া ক্ষীর গুঁড়ো করে রেখে দিতে হবে

  3. 3

    নারকেল কোরা শুকনো মিক্সচার জারে পেস্ট করে নিতে হবে

  4. 4

    এখন গুরু খোয়া ক্ষীর একটা ডীপ ননস্টিক প্যনে নিয়ে হালকা আঁচে ২-৩ মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা সম্পূর্ণ গলে যায়।

  5. 5

    নাড়াচাড়া করতে হবে ডিমে আঁচে যাতে ধরে না যায়

  6. 6

    এবার চিনি যোগেকরে নাড়াচাড়া করতে হবে

  7. 7

    এবার নারকেলের পেস্ট ও ছোট এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে ৫ মিনিটের মত।

  8. 8

    এরপর কর্পূর পাউডার দিয়ে নাড়তে হবে যাতে এটা মাখা মাখা হয়ে যায় এবং প্যানের গা ছেড়ে আসে ৭ মিনিটের জন্য হালকা আছে রান্না কি করতে হবে।

  9. 9

    এই মিশ্রণটিকে এবার একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করতে হবে

  10. 10

    সামান্য ঘি মোল্ড এ মাখিয়ে ২ টেবিল স্পুন এর মত মিশ্রণটি নিয়ে আঙুলের সাহায্যে চেপে অর্ধ চন্দ্রের আকার দিতে হবে

  11. 11

    যদি মোল্ড না পাওয়া যায় তবে হাতের সাহায্যে করা যেতে পারে

  12. 12

    অবশিষ্ট অংশ দিয়ে একইভাবে চন্দ্রপুলি গুলো তৈরি করে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debjani Chatterjee Alam
Kolkata, India
I am a food blogger by passion and financial analyst by profession. Visit my blog Debjanir Rannaghar at www.kitchenofdebjani.com for my food stories and recipes!
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes