রাঙ্গা আলুর গোলাপ জামুন ও ল্যাংচা (ranga aloor gulab jamoon o langcha recipe in Bengali)

Biva Saha
Biva Saha @Biva77
Khardha

রেসিপি টি আমি নিজে থেকে তৈরি করেছি। গোলাপ জামুন কে একটু নতুন সাধের তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে। আমি আমার পরিবারের সবার জন্য তৈরি করে খাইয়েছি।

রাঙ্গা আলুর গোলাপ জামুন ও ল্যাংচা (ranga aloor gulab jamoon o langcha recipe in Bengali)

রেসিপি টি আমি নিজে থেকে তৈরি করেছি। গোলাপ জামুন কে একটু নতুন সাধের তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে। আমি আমার পরিবারের সবার জন্য তৈরি করে খাইয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30,মি:
6,জন
  1. 250 গ্রামরাঙ্গা আলু
  2. 5 স্লাইস পাউরুটি
  3. 50 গ্রামখোয়া ক্ষীর
  4. 4 টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. 1 টেবিল চামচ ময়দা
  6. 2 চা চামচছোট চামচ
  7. 8 টেবিল চামচ দুধ
  8. 2 কাপচিনি
  9. 1.5কাপ জল
  10. 2 ট এলাচ
  11. 1 চিমটিকেশর
  12. 1 চা চামচলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

30,মি:
  1. 1

    প্রথমে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    মিষ্টি আলু ভাপিয়ে নিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে ওর মধ্যে যেন কোন দানা না থাকে।

  3. 3

    পাউরুটির সাইট গুলো কেটে মোটা গুরো করে নিতে হবে।

  4. 4

    খোয়া ঘোষে পাউডার এ পরিণত করে নিতে হবে।

  5. 5

    সেদ্ধ করে চটকে রাখা আলু, গুরো পাউরুটি, গুরো করে রাখা খোয়া, গুরো দুধ, ময়দা, ঘি সব উপকরণ গুলো নিয়ে চটকে মেখে নিতে হবে। মন্ডোটি নরম করার জন্য দুধ মিশিয়ে নরম নরম করে মাখতে হবে। উপর দিয়ে ঘি মাখিয়ে 10 মি: রেখে দিতে হবে।

  6. 6

    10 মি: পর হাতে ঘি মাখিয়ে ছোট ছোটো লেচি কেটে বল এর আকার দিতে হবে। লেংচার জন্য লম্বা গোল সেফ দিয়ে তৈরি করে ফেলতে হবে।

  7. 7

    করাইতে বেশি করে রিফাইনা তেল দিয়ে ভালো করে গরম করে। গেষের আগুন কম করে তৈরি করা গোলাপ জামুন গুলো ভাজতে হবে। হালকা বাদামী রঙের হয়ে এলে তুলে নিতে হবে

  8. 8

    করাইতে চিনি ও জল দিয়ে তার মধ্যে ইলাচি, কেশর, ও লেবুর রস মিশিয়ে ভালো করে ফুটিয়ে একটু মোটা সিরা তৈরি করে নিতে হবে।

  9. 9

    ভাজা গোলাপ জামুন গুলো গরম সিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে 4 ঘন্টা।যাতে ওর ভিতরে ভালো ভাবে রস ঢোকে।

  10. 10

    4ঘন্টা রসে ভেজানোর পর সম্পুর্ন রস গোলাপ জামুন এর ভেতর ঢুকে গেলে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Biva Saha
Biva Saha @Biva77
Khardha

মন্তব্যগুলি

Similar Recipes